ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পরিবহন সেক্টরের জন্য সাত প্রস্তাব সিএমসিসিআই’র

প্রকাশিত: ০৪:৪৪, ৬ আগস্ট ২০১৮

 পরিবহন সেক্টরের জন্য সাত প্রস্তাব সিএমসিসিআই’র

পরিবহন সেক্টরে শৃঙ্খলা আনয়নের মাধ্যমে নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করতে ৭ দফা প্রস্তাব দিয়েছে চিটাগাং মেট্টোপলিটন চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি (সিএমসিসিআই)। রবিবার গণমাধ্যমে প্রেরিত বক্তব্যে কোমলমতি শিশুদের প্রস্তাব প্রধানমন্ত্রী আন্তরিকভাবে গ্রহণ করায় সাধুবাদ জানানোর পাশাপাশি সঙ্কট সমাধানে প্রস্তাবগুলো তুলে ধরা হয়। সিএমসিসিআই’র পক্ষ থেকে জানানো হয়, সড়কে যানজট এবং দুর্ঘটনা প্রতিরোধে প্রস্তাবগুলো বিবেচিত এবং বাস্তবায়িত হলে সড়কে শৃঙ্খলা অনেকটাই ফিরে আসবে। প্রস্তাবগুলো হচ্ছে এক. ট্রাক, বাস, কার সারিবদ্ধভাবে এক লাইনে চলবে। দুই. রিক্সা, থ্রি-হুইলারের জন্য পৃথক লাইন হতে পারে। তিন. এ্যাম্বুলেন্স এবং ফায়ার ব্রিগেড ইত্যাদি জরুরী সেবার গাড়ির জন্য একটি লাইন খালি থাকবে। চার. ফিটনেস, বৈধ কাগজপত্রবিহীন কোন গাড়ি রাস্তায় চলবে না। পাঁচ. লাইসেন্স ছাড়া এবং অপ্রাপ্ত বয়স্ক কেউ গাড়ি চালাতে পারবে না। ছয়. কোন মোড়ে বাস বা রিক্সা স্ট্যান্ড হবে না। -স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস
×