ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এ পর্যন্ত প্রাণহানি সাত

ক্যালিফোর্নিয়ায় ছড়িয়ে পড়ছে ভয়াবহ দাবানল

প্রকাশিত: ০৩:৫২, ৬ আগস্ট ২০১৮

  ক্যালিফোর্নিয়ায় ছড়িয়ে পড়ছে ভয়াবহ দাবানল

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ইতিহাসে অন্যতম সবচেয়ে ধ্বংসাত্মক দাবানলে এ পর্যন্ত সাতজনের মৃত্যু হয়েছে। অঙ্গরাজ্যের রাজধানী সাক্রামেন্টো থেকে প্রায় ২৬১ কিলোমিটার উত্তরে ‘কার ফায়ার’ নামে পরিচিতি পাওয়া প্রধান দাবানলটি শনিবার বিদ্যুত কোম্পানি পিজিএন্ডই-র এক লাইনম্যানের প্রাণ কেড়ে নিয়েছে। খবর ইয়াহু নিউজ। এর আগে আরও ছয়টি প্রাণ কেড়ে নিয়েছে দাবনলটি। এদের মধ্যে এক অশীতিপর বৃদ্ধা, দুটি শিশু, একজন দমকলকর্মী ও একজন বুলডোজার চালক রয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, অঙ্গরাজ্যটির মেনডোসিনো কাউন্টিতে বিদ্যমান আরও দুটি দাবানলও দ্রুত ছড়িয়ে পড়ছে। শুক্রবার রাতের মধ্যেই দাবানল দুটি আরও ২৫ শতাংশেরও বেশি ছড়িয়ে পড়ে এবং বিস্তৃতি অব্যাহত আছে বলে জানিয়েছেন তারা। এই দুটি দাবানলকে একত্রে মেনডোসিনো কমপ্লেক্স বলে অভিহিত করা হচ্ছে। সান ফ্রান্সিসকোর প্রায় ৯০ মাইল উত্তরে মেনডোসিনো, লেক ও কোলুসা কাউন্টি পুড়িয়ে দিয়েছে এই দুই দাবানল। উচ্চ তাপমাত্রা ও ঝড়ো বাতাসের মধ্যে দাবানলের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন দমকলকর্মীরা, কিন্তু বিরূপ পরিস্থিতিতে ক্লান্ত হয়ে পড়ছেন তারা। এ পরিস্থিতিতে সংলগ্ন এলাকাগুলোর আরও বাসিন্দাকে তাদের ঘরবাড়ি ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। এই দাবানালগুলোর পাশাপাশি রিভার ও র‌্যাঞ্চ দাবানল শনিবার দিনের শুরুর দিকে দুই লাখ ২৯ হাজার একর এলাকায় ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ক্যালিফোর্নিয়ার ডিপার্টমেন্ট অব ফরেস্ট্রি এ্যান্ড ফায়ার প্রটেকশনের (ক্যাল ফায়ার) মুখপাত্র ট্রিসিয়া অস্টিন জানিয়েছেন, শনিবার রাতে সর্বশেষ পরিস্থিতির বিবরণ প্রকাশ করার সময় পুড়ে যাওয়া এলাকার পরিমাণ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। শনিবার এক সংবাদ সম্মেলনে ক্যাল ফায়ারের পরিচালক কেন পিমলট জানিয়েছেন, সচরাচর ‘দাবানল ঋতুর’ শুরুতে ক্যালিফোর্নিয়ার দাবানলে যত এলাকা পুড়ে এ বছর তারচেয়ে বেশি এলাকা পুড়েছে। তিনি বলেছেন, ‘দাবানল ঋতু মাত্র শুরু হচ্ছে; কিন্তু অবস্থা দেখে মনে হচ্ছে, যেন আমরা দাবানল ঋতুর সর্বোচ্চ পর্যায়ে আছি। সত্যিই শুরুতেই আমরা এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছি।’ শনিবার দাবানল কবলিত কয়েকটি এলাকা পরিদর্শনের পর অঙ্গরাজ্যটির গবর্নর জেরি ব্রাউন বলেছেন, ‘এটি একটি ধারার অংশ, ‘দ্য নিউ নরমাল’, আমাদের এখন এরই মোকাবেলা করতে হবে।’ গত সপ্তাহজুড়ে ক্যালিফোর্নিয়ার দাবানলগুলোয় প্রায় দুই লাখ ৯০ হাজার একর এলাকা পুড়ে গেছে। এ সংখ্যাটি একই সময়কালে গত পাঁচ বছরের গড়ের দ্বিগুণেরও বেশি বলে জানিয়েছে ক্যাল ফায়ার।
×