ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কারাকাসে ড্রোন হামলা চালিয়ে হত্যা চেষ্টা ॥ সাত সৈন্য আহত

রক্ষা পেলেন মাদুরো

প্রকাশিত: ০৩:৫০, ৬ আগস্ট ২০১৮

রক্ষা পেলেন মাদুরো

অল্পের জন্য রক্ষা পেয়েছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। শনিবার রাজধানী কারাকাসে তাকে লক্ষ্য করে চালানো ড্রোন হামলায় তিনি অল্পের জন্য বেঁচে গেলেও সেনাবাহিনীর অন্তত সাত সদস্য আহত হয়েছেন। মাদুরো নিরাপদ এবং সুস্থ আছেন বলে তার দফতর থেকে জানানো হয়েছে। বিবিসি ও গার্ডিয়ান। মাদুরো এ হামলার জন্য কলম্বিয়া ও ডানপন্থী বিরোধীদের দায়ী করেছেন। শনিবার সামরিক বাহিনীর ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি বক্তব্য দিচ্ছিলেন। বক্তব্যের এক পর্যায়ে বিস্ফোরণে ঘটনা ঘটে। মাদুরোকে হত্যা করতেই এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন তার তথ্যমন্ত্রী। বিস্ফোরক বহনকারী ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে এবং এটি প্রেসিডেন্ট মাদুরোকে হত্যার ব্যর্থ চেষ্টা ছিল বলে দাবি করেছে ভেনিজুয়েলা সরকার। মাদুরো বলেছেন, প্রাথমিক তদন্তে পাওয়া সব তথ্য একটি ডানপন্থী চক্রান্তের দিকে ‘ইঙ্গিত করছে’ যার সঙ্গে কলম্বিয়া ও মার্কিন অঙ্গরাজ্য ফ্লোরিডার সম্পর্ক আছে (যেখানে নির্বাসিত অনেক ভেনিজুয়েলান বসবাস করেন) । ঘটনার সঙ্গে জড়িত বেশ কয়েকজন অপরাধীকে ধরা হয়েছে বলে তিনি জানিয়েছেন। এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। তথ্যমন্ত্রী হোর্হে রদ্রিগেজ জানিয়েছেন, কারাকাসের কেন্দ্রস্থলে সামরিক ওই অনুষ্ঠানটিতে বিস্ফোরক ঠাসা কয়েকটি ড্রোন দিয়ে বিস্ফোরণ ঘটানো হয়েছে। ঘটনাস্থলের নিকটবর্তী একটি বাসায় ঘুরতে যাওয়া এক ভেনিজুয়েলান নারী রয়টার্সকে বলেছেন, তিনি দুটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। এ ঘটনায় মাদুরো কোন আঘাত পাননি, কিন্তু ন্যাশনাল গার্ডের ৭ সৈন্য আহত হয়েছেন। আহত সেনা সদস্যদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় ভাষণ দিচ্ছিলেন মাদুরো। তিনি ভেনিজুয়েলার অর্থনীতি নিয়ে কথা বলছিলেন। হঠাৎই টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানটির অডিও বন্ধ হয়ে যায়। মঞ্চে থাকা মাদুরো ও অন্যদের চমকে যেতে দেখা যায় এবং ক্যামেরাগুলো রাস্তায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা সৈন্যদের দিকে ঘুরিয়ে নেয়া হয়। সৈন্যদের একটি অংশ আতঙ্কে দৌড়ে সরে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ছবিগুলোতে দেখা গেছে, দেহরক্ষীরা মাদুরোকে কালো বুলেটপ্রুফ প্যানেল দিয়ে ঘিরে আড়াল করে রেখেছেন। একটি ছবিতে আহত এক সামরিক কর্মকর্তাকে তার রক্তাক্ত মাথা ধরে থাকতে ও সহকর্মীরা তাকে তুলে সরিয়ে নিচ্ছেন এমনটি দেখা গেছে। এ ঘটনার পর টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে মাদুরো বলেন, ‘এটি ছিল হত্যা চেষ্টা। তারা আমাকে হত্যা করার চেষ্টা করেছে, কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান মানুয়েল স্যান্তোসের নাম উল্লেখ করে তিনি এ হামলার পেছনে আছেন বলে অভিযোগ করেছেন । তবে তিনি এ দাবির সপক্ষে কোন প্রমাণ দেননি। মাদুরোর অভিযোগকে ‘অবাস্তব’ বলে উড়িয়ে দিয়েছে কলম্বিয়া। সূত্র জানায়, শনিবার নাতনির খ্রীস্টধর্মে দীক্ষাদান অনুষ্ঠান নিয়ে ব্যস্ত ছিলেন স্যান্তোস। তার দফতর থেকে দেয়া বিবৃতিতে বলা হয়, ‘বিদেশী কোন সরকারের পতন ঘটানোর চেষ্টা দূরে থাক, অন্য কোন কিছু নিয়ে চিন্তা করার অবকাশ তার ছিল না।’ ন্যাশনাল মুভমেন্ট অব সোলজার্স ইন টি-শার্টস নামের স্বল্প পরিচিত একটি গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেছে। গোষ্ঠীটি বলেছে, তারা দুটি ড্রোন উড়ানোর পরিকল্পনা করেছিল কিন্তু স্নাইপাররা সেগুলো ফেলে দিয়েছে। তারা বলে ‘তারা যে সুরক্ষিত নয় আমরা তা দেখিয়ে দিলাম। আজ আমরা সফল হতে পারিনি, কিন্তু এটি শুধু সময়ের ব্যাপার মাত্র’। ২০১৪ সালে দলটি প্রতিষ্ঠিত হয়। সাংবাদিকদের অনুরোধ সত্ত্বেও তারা এর চেয়ে বেশি কিছু বলেনি। ২০১৩ সালে প্রেসিডেন্ট হুগো চাভেজের মৃত্যুর পর থেকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছেন মাদুরো। মে মাসে অনুষ্ঠিত নির্বাচনে তিনি আরও ছয় বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হন। বিরোধীরা এই নির্বাচন বর্জন করে তখন অনিয়মের অভিযোগ আনে। দেশটি টানা পাঁচ বছর ধরে গভীর অর্থনৈতিক সঙ্কটে রয়েছে।
×