ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ঈদের বিশেষ নাটক ‘সুফিয়া’

প্রকাশিত: ০৭:৪০, ৫ আগস্ট ২০১৮

ঈদের বিশেষ নাটক ‘সুফিয়া’

স্টাফ রিপোর্টার ॥ আগামী ঈদ-উল-আজহায় অনুষ্ঠানমালায় প্রচারের জন্য নির্মিত হয়েছে বিশেষ খ- নাটক ‘সুফিয়া’। নাটকের কাহিনী ও প্রযোজনায় খালেদা আহমেদ। চিত্রনাট্য ও পরিচালনায়- শরিফুল ইসলাম শামীম। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ঈশানা খান, শ্যামল মাওলা, কাজী উজ্জ্বল, শেলি আহসান, আবদুর রাজ্জাক, নিজাম আব্রাহাম, খালেদা আহমেদ, ফরহাদ সুমন, দীপান্বিতাসহ আরও অনেকে। ‘সুফিয়া’ নাটকের কাহিনীতে দেখা যাবে সুফিয়া নামের মেয়ে গ্রামের এক চঞ্চল প্রকৃতির মেয়ে সব সময় দুষ্টমি করে বেড়ায়, এ জন্য গ্রামের মানুষ সব সময় তার মা-বাবার কাছে বিচার দিয়ে যায়। এই নিয়ে সুফিয়াকে সব সময় মা-বাবার কাছে বকা খেতে হয়। গ্রামের স্কুল ঘরে থিয়েটার করে থাকে সুফিয়া, আফজাল শহরে পড়াশোনা করে থাকে। সময় পেলেই গ্রামে বেড়াতে আসে। এবারও এসেই সুফিয়ার সঙ্গে দেখা হয়ে যায়। সুফিয়া এই দুষ্টমি তার কাছে ভাললাগে। সুফিয়া তার নাটক দেখার আমন্ত্রণ জানালে আফজাল দেখে মুগ্ধ হয়ে যায়, সুফিয়াকে অনুপ্রেরণা দেয় নায়িকা হওয়ার জন্য, সুফিয়া হাসি দিয়ে উড়িয়ে দেই কারণ সে গ্রামের মেয়ে। সুফিয়ার সঙ্গে আফজালের মেলামেশা মেনে নিতে পারে না আফজালের বাবা। তার জন্য আফজালকে শহরে চলে যেতে বলে। আফজাল রাতের অন্ধকারে সুফিয়াকে বুঝিয়ে তাকে নিয়ে শহরে আসে। সুফিয়াকে নায়িকা বানানোর জন্য বিভিন্ন মানুষের কাছে যেতে থাকে। এ সময় অনেকেই অনেক ভাবে অপমান করে। আফজাল তার খালার বুদ্ধিতে এক জনের কাছে পাঠায় সুফিয়াকে নতুন ভাবে গড়ে তোলার জন্য। বিশেষ করে নায়িকা হতে গেলে কিভাবে কথা বলতে হবে কিভাবে চলতে হবে। এক সময় সুফিয়া নিজেকে নতুনভাবে গড়ে তোলে। সুফিয়া সিনেমায় অভিনয় ও করতে শুরু করে। কিন্তু নতুন সমস্যার সম্মুখীন হয় সুফিয়া। এভাবেই এগিয়ে চলতে থাকে ‘সুফিয়া’ নাটকের গল্প ।
×