ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নেপালের ইতিহাস গড়া ওয়ানডে জয়

প্রকাশিত: ০৭:৩৬, ৫ আগস্ট ২০১৮

নেপালের ইতিহাস গড়া ওয়ানডে জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ানডে স্ট্যাটস পাওয়ার পর এই প্রথম হল্যান্ড সফরে সিরিজ খেলছে নেপাল। সেখানে প্রথম ম্যাচে আশা জাগিয়েও শেষ পর্যন্ত পেরে ওঠেনি, তবে দ্বিতীয় ম্যাচেই ১ রানের নাটকীয় জয়ে ইতিহাস গড়লো পরশ খাড়কার দল। আমস্টেলভিনে এদিনও জয়টা তাদের হাতের মুঠো থেকে প্রায় বেরিয়েই যেতে বসেছিল। এক পর্যায়ে প্রতিপক্ষকে ২১৭ রানের লক্ষ্য বেঁধে দিয়ে ১৮৫ রানে ৯ উইকেট তুলে নিয়ে সহজ জয়ের স্বপ্ন দেখছিল নেপাল। কিন্তু ফ্রেড ক্লাসেন (১৩) ও পল ফন মিরেকেনের (১২*) দশম উইকেট জুটি নেপালের জয়টা কেড়ে নিচ্ছিল প্রায়। শেষ ওভারে ডাচদের দরকার ছিল ৬ রান। যেটি শেষ বলে দাঁড়ায় ২ রানে। কিন্তু খাড়কার করা শেষ বলে এক রান নেয়ার চেষ্টায় রানআউটে কাটা পড়েন ক্লাসেন। মনে রাখার মতো রোমাঞ্চকর এক জয়ে মাঠ ছাড়ে নেপালিরা। সিরিজটাও শেষ করে ১-১ সমতায়। শেষ ওভারে দারুণ বোলিংয়ে নেপালের জয় নিশ্চিত করার আগে ভিতটাও গড়ে দিয়েছিলেন অধিনায়ক খাড়কা। টস জিতে ব্যাট করতে নেমে ৮৮ রানেই নেপাল হারিয়েছিল ৫ উইকেট। সেখান থেকে ষষ্ঠ উইকেটে সোম্পাল কামির সঙ্গে ৭০ রানের জুটি গড়েন খাড়কা। ৬৯ বলে ৬ চার ও ২ ছক্কায় ৫১ রান করে আউট হন নেপাল অধিনায়ক। দলের স্কোর দুই শ’ পার করে কামি ফেরেন ৬১ রানে। তার ৪৬ বলের ইনিংসে ছিল ৫টি চার ও ৩টি ছক্কা। হল্যান্ডের হয়ে ক্লাসেন ৩৮ রানে নেন ৩ উইকেট। মাইকেল রিপ্পন ও পিটার সিলারের ঝুলিতে জমা পড়ে দুটি করে উইকেট। লক্ষ্য তাড়ায় শ্যূ হাতে ফেরেন স্টেফেন মাইবার্গ (০) ও ৩০ রানে তারকা ব্যাটসম্যান বেন কুপারের উইকেট হারায় ডাচরা। তবে তৃতীয় উইকেটে ড্যানিয়েল টের ব্রাক ও ওয়েসলি বারেসির ৮৪ রানের জুটিতে পথেই ছিল তারা। ২৯তম ওভারে তিন বলের মধ্যে দুই উইকেট তুলে নিয়ে স্বাগতিকদের জোড়া ধাক্কা দেন এরই মধ্যে আইপিএল খেলে আলোচনায় উঠে আসা নেপালি স্পিনার সন্দীপ লামিচানে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে তাদের স্কোর হয়ে যায় ৯ উইকেটে ১৮৫। সেখান থেকে ক্লাসেন-মিকরেন আশা জাগালেও শেষটা রাঙাতে পারেননি। বারেসির ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৭১ রান। ৪১ রানে ৩ উইকেট নিয়ে নেপালের সেরা বোলার তিনিই। বান্দারি ৪৩ রানে নেন ২ উইকেট। ম্যাচসেরা হন কামি। ওয়ানডে স্ট্যাটাসটা তারা পেয়েছিল চলতি বছরের শুরু দিকেই। জিম্বাবুইয়েতে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বে অষ্টম স্থান অর্জন করার পর নেপালকে ওয়ানডে স্ট্যাটাস দেয় আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। একই ভেন্যুতে নিজেদের অভিষেক ম্যাচে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৫৫ রানে হারতে হয়েছিল। কিন্তু স্মরণীয় জয়ে ঠিকই সিরিজ ড্র করল নেপালিরা।
×