ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ ‘এ’ দল পেল বড় জয়

প্রকাশিত: ০৭:৩৫, ৫ আগস্ট ২০১৮

বাংলাদেশ ‘এ’ দল পেল বড় জয়

স্পোর্টস রিপোর্টার ॥ আয়ারল্যান্ড সফরে দ্বিতীয় একদিনের আনঅফিসিয়াল ম্যাচে সহজেই জিতল বাংলাদেশ ‘এ’ দল। আয়ারল্যান্ড ‘এ’ দলকে ৮৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। সহজেই জয় তুলে নিয়েছে। তাতে করে পাঁচ ম্যাচের একদিনের আনঅফিসিয়ার সিরিজে ১-০ ব্যবধানে এগিয়েও গেছে মুমিনুল হকের দল। প্রথম ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে যায়। তাই দ্বিতীয় ওয়ানডে জেতাতেই এগিয়ে যায় বাংলাদেশ ‘এ’ দল। ম্যাচটিতে ব্যাটিংয়ে ওপেনার জাকির হাসান (৯২) অসাধারণ নৈপুণ্য দেখান। সঙ্গে ফজলে মাহমুদ রাব্বি (৫৩) ও আল আমিনও (৪৭) দুর্দান্ত ব্যাটিং করেন। এ তিনজনের ব্যাটিংয়ে টস হেরে আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ৫০ ওভারে ২৮৯ রান করে বাংলাদেশ ‘এ’ দল। জবাব দিতে নেমে ৪৬.৩ ওভারে ২০২ রান করতেই গুটিয়ে যায় আয়ারল্যান্ড ‘এ’ দল। শরিফুল ইসলাম সর্বোচ্চ ৩ উইকেট নেন। প্রথম উইকেট জুটিতে যে জাকির ও সাইফ হাসান মিলে ১৩৯ রানের জুটি গড়েন, সেখানেই আসলে বাংলাদেশ ‘এ’ দলের ব্যাটসম্যানরা বড় পুঁজি গড়ার আত্মবিশ্বাস পেয়ে যান। এরপর সেই ধারাবাহিকতা বজায়ও থাকে। জাকির সেঞ্চুরির কাছাকাছি গিয়েও ৮ রানের জন্য তা হয়নি। উইকলোর ওক হিল ক্রিকেট ক্লাব মাঠে শুক্রবার বাংলাদেশ ‘এ’ দলের ব্যাটসম্যান ও বোলাররা দুর্দান্ত খেলেন। বড় জুটি গড়ে ওপেনার সাইফ ৭৪ বলে ৩৭ রান করে ফেরেন। তবে জাকির তুলে নেন ফিফটি। এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকেও। কিন্তু ৯২ বলে ৮ চার ও ৩ ছক্কায় ৯২ রান করে বোল্ড হয়ে যান জাকির। দলের ১৬০ রানের সময় আউট হন জাকির। এরপর একটু ঝিমিয়ে পড়ে ‘এ’ দলের ব্যাটিং। মুমিনুল হক ২৩ ও মোহাম্মদ মিঠুন রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন। সেখান থেকে দলকে তিন শ’র কাছে নেয়ার কৃতিত্ব আল-আমিন জুনিয়র ও ফজলে মাহমুদ রাব্বির। আল-আমিন ৪৯ বলে ৫ চার ও এক ছক্কায় ৪৭ রান করে ফিরলে ভাঙ্গে ৫৮ রানের পঞ্চম উইকেট জুটি। রাব্বি ৪১ বলে ৫ চার ও এক ছক্কায় ৫৩ রান করে আউট হন শেষ ওভারে। জবাবে ১৪ রানেই তিন টপঅর্ডার ব্যাটসম্যানকে হারিয়ে বিপদে পড়ে আয়ারল্যান্ড ‘এ’ দল। দুই ওপেনারকে ফেরান খালেদ আহমেদ। সানজামুল ইসলামের শিকার তিনে নামা এ্যান্ড্রু বালবার্নি। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে আইরিশরা। শেন গেটকেটের ৩৮ ও টাইরন কেনের ৪৯ রান তাদের পরাজয়ের ব্যবধানই কেবল কমাতে পারে। ৪০ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার শরিফুল ইসলাম। খালেদ, সানজামুল ও সাইফউদ্দিন নেন ২টি করে উইকেট। স্কোর ॥ বাংলাদেশ ‘এ’ ॥ ২৮৯/৬; ৫০ ওভার (সাইফ ৩৭, জাকির ৯২, মুমিনুল ২৩, মিঠুন ০, আল-আমিন ৪৭, ফজলে রাব্বি ৫৩, সোহান ৫*; চেইস ৩/৬৩, কেইন ৩/৬৭, টমসন ০/৩১, ডেলানি ০/৪২, গার্থ ০/৩৬, গেটকেট ০/১৫, টেক্টর ০/৩০)। আয়ারল্যান্ড ‘এ’ ॥ ২০২; ৪৬.৩ ওভার (শ্যানন ৬, ম্যাককলাম ৫, বালবার্নি ০, টমসন ২৩, টেক্টর ২৩, গেটকেট ৩৮, টাকার ২১, কেইন ৪৯, গার্থ ২১, ডেলানি ৩*, চেইস ৫; খালেদ ৯-০-২৭-২, সানজামুল ১০-২-৩৫-২, শরিফুল ৯-২-৪০-৩, সাইফউদ্দিন ৮.৩-০-৩৪-২, মুমিনুল ২-০-২৩-০, ফজলে রাব্বি ৮-০-৩৯-১। ফল ॥ বাংলাদেশ ‘এ’ ৮৭ রানে জয়ী। সিরিজ ॥ পাঁচ ম্যাচ সিরিজে বাংলাদেশ ‘এ’ ১-০তে এগিয়ে।
×