ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নিজেদের হাজারতম টেস্ট ম্যাচে রোমাঞ্চকর জয় ইংল্যান্ডের

প্রকাশিত: ০৭:৩৪, ৫ আগস্ট ২০১৮

নিজেদের হাজারতম টেস্ট ম্যাচে রোমাঞ্চকর জয় ইংল্যান্ডের

শাকিল আহমেদ মিরাজ ॥ প্রথম ইনিংসে টেল-এন্ডারদের নিয়ে অবিশ্বাস্য এক সেঞ্চুরির (১৪৯) পর দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন বিরাট কোহলি। সতীর্থদের ব্যর্থতায় তবু পারলেন না ভারত অধিনায়ক। এজবাস্টনে সাড়ে তিনদিনেই রোমাঞ্চ ছড়ানো টেস্টে ৩১ রানের জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেল জো রুটের ইংল্যান্ড। ১৯৪ রানের লক্ষ্যে নামা ভারত দ্বিতীয় ইনিংসে অলআউট ১৬২ রানে। দীনেশ কার্তিককে (২০) সঙ্গী করে দারুণ খেলছিলে কোহলি (৫১)। কিন্তু পারেননি ভারত অধিনায়ক, পারেননি হারদিক পান্ডিয়াও (৩১)। ৫৪.২ ওভারে ১৬২ রানে অলআউট হয় সফরকারীরা। প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ছিল ২৭৪, স্বাগতিক ইংল্যান্ড ২৮৭ ও ১৮০। ব্যাটে-বলে দুর্দান্ত নৈপুণ্যে ম্যাচসেরা হয়েছেন তরুণ ইংলিশ অলরাউন্ডার স্যাম কুরান। ক্রিকেট মক্কা লর্ডসে বৃহস্পতিবার শুরু দ্বিতীয় টেস্ট। ভারতের হারে অক্ষত থাকল এই মাঠে (এজবাস্টনে) ইংল্যান্ডের সাফল্যের নিরঙ্কুশ রেকর্ড। ১৭ বারের চেষ্টায়ও এখানে ইংলিশদের টেস্টে হারাতে পারল না উপমহাদেশের কোন দল। শনিবার চতুর্থদিনে খেলা শুরুর সময় ম্যাচ খানিকটা হেলে ছিল ভারতের দিকেই। জয়ের জন্য তাদের প্রয়োজন ছিল আরও ৮৪ রান। বড় ভরসা হয়ে ছিলেন সুপার কোহলি। ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৫ উইকেট। বড় বাধা ছিলেন কোহলিই। দুই ফ্রন্টলাইনার জেমস এ্যান্ডারসন আর স্টুয়ার্ট ব্রড ব্যর্থ হলেও সেই বাধা সরান স্টোকস। এরপরই মূলত মুখ থুবড়ে পড়ে ভারত। এর আগে দিনের প্রথম ওভারেই জেমস এ্যান্ডারসন ফেরান অধিনায়ককে দারুণ সঙ্গ দেয়া দীনেশ কার্তিককে। তবে এরপরও কোহলি ছিলেন বলে ছিল ভারতের আশা। তরুণ অলরাউন্ডার হারদিক পান্ডিয়াও দারুণভাবে সঙ্গ দিচ্ছিলেন কোহলিকে। তখনই মঞ্চে আবির্ভাব ইংলিশ ক্রেজি বয় বেন স্টোকসের। দুই গতি তারকা এ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড দুই পাশ থেকে টানা ১০ ওভার বোলিং করার পর বল হাতে পান স্টোকস। তৃতীয় বলেই ভেতরে ঢোকা ডেলিভারিতে এলবিডব্লিউ কোহলি। প্রথম ইনিংসে বীরোচিত ১৪৯ রানের পর দ্বিতীয় ইনিংসে ৫১, কোহলি ফেরার সময় দাঁড়িয়ে অভিবাদন জানায় গোটা এজবাস্টন। কিন্তু ভারত অধিনায়ক হয়তো জানতেন, তার সঙ্গেই মাঠ ছাড়ছে ভারতের আশা। ওই ওভারেই মোহাম্মদ শামিকে ফেরান স্টোকস। ব্যাটের কানায় লেগে দুটি চার পাওয়া ইশান্ত শর্মা এলবিডব্লিউ স্পিনার আদিল রশিদের এক গুগলিতে। পান্ডিয়া চেষ্টা করেন যথাসাধ্য। তাকে ফিরিয়ে ম্যাচ শেষ করে দেন সেই স্টোকসই। নিরঙ্কুশ সাফল্যের ভেন্যুতে ইংলিশরা ভাসে দারুণ এক জয়োৎসবে। দুই ইনিংস মিলিয়ে ৫ উইকেট, আর প্রথম ইনিংস ২৪ রানের পর দ্বিতীয় ইনিংসে ৬৩ রানের মহামূল্য ইনিংসে ম্যাচসেরা হয়েছেন মাত্র ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামা অলরাউন্ডার স্যাম কুরান। আশা জাগিয়েও পারল না ভারত। পারলেন না আকাশে উড়তে থাকা কোহলি। তবে বার্তাটা ঠিকই দিয়ে রাখলেন সময়ের অন্যতম সেরা উইলোবাজ। চার বছর আগে দুঃস্বপ্নের সেই ইংল্যান্ড সফরে পাঁচ টেস্টের সিরিজে ১০ ইনিংসে মোট ২৮৮ বল খেলে করেছিলেন ১৩৪ রান। সেই ১০ ইনিংসে তার স্কোর ছিলÑ ১, ৮, ২৫, ০, ৩৯, ২৮, ০, ৭, ৬ ও ২০! গড় ১৩.৪০!! এরপর থেকেই কোহলির বিশ্বসেরা ব্যাটসম্যানের তকমায় চোট লেগেছিল। এবার এজবাস্টনে প্রথম টেস্টেই স্বমহিমায় তিনি। খেললেন ১৪৯ ও ৫১ রানের অবিশ্বাস্য দুটি ইনিংস পাঁচ টেস্টের দীর্ঘ সিরিজ। সতীর্থদের সমর্থন পেলে পরের ম্যাচগুলোতে আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন অধিনায়ক কোহলি। স্কোর ॥ ইংল্যান্ড প্রথম ইনিংস ॥ ২৮৭/১০ (৮৯.৪ ওভার; কুক ১৩, জেনিংস ৪২, রুট ৮০, মালান ৮, বেয়ারস্টো ৭০, স্টোকস ২১, বাটলার ০, কুরান ২৪, রশিদ ১৩, ব্রড ১, এ্যান্ডারসন ২*; উমেশ ১/৫৬, ইশান্ত ১/৪৬, অশ্বিন ৪/৬২, শামি ৩/৬৪, পান্ডিয়া ০/৪৬) ও দ্বিতীয় ইনিংস ১৮০/১০ (৫৩ ওভার; কুক ০, জেনিংস ৮, রুট ১৪, মালান ২০, বেয়ারস্টো ২৮, স্টোকস ৬, বাটলার ১, কুরান ৬৩, রশিদ ১৬, ব্রড ১১, এ্যান্ডারসন ০*; শামি ০/৩৮, অশ্বিন ৩/৫৯, ইশান্ত ৫/৫১, উমেশ ২/২০)। ভারত প্রথম ইনিংস ॥ ২৭৪/১০ (৭৬ ওভার; বিজয় ২০, ধাওয়ান ২৬, রাহুল ৪, কোহলি ১৪৯, রাহানে ১৫, কার্তিক ০, পান্ডিয়া ২২, অশ্বিন ১০, শামি ২, ইশান্ত ৫, উমেশ ১*; এ্যান্ডারসন ২/৪১, ব্রড ০/৪০, কুরান ৪/৭৪, রশিদ ২/৩১, স্টোকস ২/৭৩) ও দ্বিতীয় ইনিংস ১৬২/১০, লক্ষ্য ১৯৪ (৫৪.২ ওভারে; বিজয় ৬, ধাওয়ান ১৩, রাহুল ১৩, কোহলি ৫১, রাহানে ২, আশ্বিন ১৩, কার্তিক ২০, পান্ডিয়া ৩১, শামি ০, ইশান্ত ১১, উমেশ ০*; এ্যান্ডারসন ২/৫০, ব্রড ২/৪৩, স্টোকস ৪/৪০, কুরান ১/১৮, রশিদ ১/৯)। ফল ॥ ইংল্যান্ড ৩১ রানে জয়ী। ম্যাচসেরা ॥ স্যাম কুরান (ইংল্যান্ড)। সিরিজ ॥ ৫ টেস্টের সিরিজ ইংল্যান্ড ১-০ ব্যবধানে এগিয়ে।
×