ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বিশেষ মেধার সন্ধানে সিটি কোচ গার্ডিওলা

প্রকাশিত: ০৭:৩৩, ৫ আগস্ট ২০১৮

বিশেষ মেধার সন্ধানে সিটি কোচ গার্ডিওলা

স্পোর্টস রিপোর্টার ॥ গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লীগে শিরোপা জয় করেছে ম্যানচেস্টার সিটি। এবার সেটা ধরে রাখার মিশন ক্লাবটির। তবে কোচ পেপ গার্ডিওলা দলকে ঢেলে সাজানোর দিকে তেমন মনোযোগী হননি। বর্তমান দলটিকে নিয়েই তিনি বেশ সন্তুষ্ট। এবার গ্রীষ্মকালীন ট্রান্সফারে শুধু লিচেস্টার সিটি থেকে রিয়াদ মাহরেজকে দলে টেনেছেন তিনি। আর জানিয়েছেন, বিশেষ কোন মেধাকে টানতে পারলেই শুধু আবার অর্থ লগ্নি করবেন, নয়তো এখন দলে যারা আছেন তাদের নিয়েই ভাল কিছু করতে আশাবাদী গার্ডিওলা। আপাতত নতুন করে কোন খেলোয়াড় দলে টানতে উৎসাহ দেখাচ্ছেন না গার্ডিওলা। এই গ্রীষ্মকালীন ট্রান্সফারে শুধু লিচেস্টার সিটি থেকে রিয়াদ মাহরেজকে দলে ভিড়িয়েছেন তিনি। এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা যদি আর কোন ট্রান্সফারে মনোযোগী হই, সেক্ষেত্রে আরেকজন হতে পারে। কিন্তু এই মুহূর্তে আমাদের এখন পর্যন্ত যা আছে সেটা নিয়েই থাকতে চাইছি। অনেক খরচের ব্যাপার, আমরা গত বছর অনেক খরচ করেছিলাম কারণ আমাদের স্কোয়াডটা বুড়ো হয়ে গিয়েছিল।’ ৩ বছর বেয়ার্নে ছিলেন গার্দিওলা। সেই স্মৃতি এখনও ভুলতে পারেননি। তিনি মনে করেন জার্মানিতে তার কাটানো সময়গুলো স্বপ্নের মতোই ছিল। তবে বেয়ার্নের হয়ে কোন চ্যাম্পিয়ন্স লীগ জেতা হয়নি তার। ম্যানসিটির হয়ে কি পারবেন তিনি এবার সেই কাজটি করতে? সেজন্য দলের দুর্বলতাগুলো কাটিয়ে ওঠা জরুরী। তবে তেমন কিছু দেখছেন না বলেই নতুন করে কোন খেলোয়াড়ের দিকে হাত বাড়াচ্ছেন না এ কোচ। তিনি বলেন, ‘একেবারে শেষ মুহূর্তে আমরা যদি আরও একজনকে দলে নিতে চাই তাহলে সে হবে বিশেষ কোন খেলোয়াড়, কিংবা ভবিষ্যতে বিশেষ খেলোয়াড়ে পরিণত হবে এমন কেউ। শুধু দলে খেলোয়াড় সংখ্যা বাড়াতে চাই না আমি। এখন পর্যন্ত আমার যে দল আছে সেটা নিয়ে আমি সন্তুষ্ট। সোমবার থেকে আমরা সবাই একসঙ্গে হব। আমরা সবাই মিলে এবার যেটা করতে চাই সেটা হচ্ছে গত মৌসুমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নৈপুণ্য।’ বৃহস্পতিবার চলমান ট্রান্সফারের শেষদিন। এর মধ্যে বেশ কয়েকজন ম্যানসিটি ছাড়তে পারেন। গোলরক্ষক জো হার্ট স্থায়ীভাবে অন্য কোথাও চলে যেতে আগ্রহী। এতদিন তিনি লোনে তুরিনো ও ওয়েস্টহ্যামে বেশ কঠিন সময় পার করেছেন। তবে সেটা নিয়ে চিন্তিত হচ্ছেন না গার্ডিওলা। বরং তিনি ২১ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গাব্রিয়েল জেসুসের চুক্তি বাড়ানোয় সন্তুষ্ট। তিনি বলেন, ‘গ্যাব্রিয়েল আসার পর থেকেই অনেক উন্নতি করেছে। তার সাহস ও যে কোন সুযোগ কাজে লাগানোর ক্ষেত্রে লড়াকু মানসিকতা দলের জন্য বেশ চমৎকার কার্যকরী হয়েছে।’ অবশ্য জর্জিনহোকে পাওয়ার চেষ্টা করেছিলেন গার্ডিওলা, কিন্তু নেপোলির কাছ থেকে ছিনিয়ে নিয়ে চেলসি তাকে দলে ভিড়িয়েছে। এ বিষয়ে গার্ডিওলা বলেন, ‘আমরা বেশ নিকটবর্তীই ছিলাম, কিন্তু শেষ পর্যন্ত জর্জিনহো তার পুরনো কোচ মরিজিও’র সঙ্গেই থাকার সিদ্ধান্ত নিয়েছে।’ উল্লেখ্য, নেপোলির আগের কোচ চিলেন মরিজিও সাররি। এখন তিনি চেলসির দায়িত্ব নিয়েছেন।
×