ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাকিবকে নিয়ে দুঃসংবাদ

প্রকাশিত: ০৭:৩২, ৫ আগস্ট ২০১৮

সাকিবকে নিয়ে দুঃসংবাদ

স্পোর্টস রিপোর্টার ॥ অস্ত্রোপচারের ফাঁদে পড়তে যাচ্ছেন বাংলাদেশ টেস্ট ও টি২০ অধিনায়ক সাকিব আল হাসান। এ বছর ত্রিদেশীয় সিরিজের ফাইনালে যে বাঁহাতের কনিষ্ঠ আঙ্গুলে চোট পেয়েছিলেন সেই আঙ্গুলে ব্যথা আবারও করছে। আর তাতে করে সাকিবকে নিয়ে আছে দুঃসংবাদই। ছুরি কাচির নিচে যেতে হতে পারে সাকিবকে। এখন বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি২০ সিরিজ খেলছে। ৬ আগস্ট শেষ হয়ে যাবে সিরিজ। ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ হয়ে গেছে আগেই। এখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই যুক্তরাষ্ট্রে টি২০ খেলা হচ্ছে। এ সিরিজ শেষেই বাংলাদেশ দলের ক্রিকেটাররা দেশে ফিরে আসবেন। সাকিব এ সিরিজ শেষেই হয়তো অস্ত্রোপচারে যেতে পারেন। যদি তাই হয় তাহলে আগামী মাসের ১৫ থেকে ২৮ তারিখ পর্যন্ত যে এশিয়া কাপ হবে সেই এশিয়া কাপে সাকিবের খেলাই অনিশ্চয়তায় পড়ে যাবে। আর সাকিব না খেললে সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপে বাংলাদেশ দলের যে ভাল করার সম্ভাবনা আছে তা কঠিন হয়ে পড়বে। তিনি যে বিশ্বসেরা অলরাউন্ডার। দলের ‘অক্সিজেন’। সাকিবকে অস্ত্রোপচারে টেবিলে যেতে পারেন তা নিয়ে শনিবার বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরীই জানিয়েছেন। দ্বিতীয়বারের মতো ইনজেকশনও নিয়েছেন সাকিব। বারবার ব্যথা দেখা দিলেই বিপদ আসে। সাকিবের সেই বিপদ যেন এসেছেও। দেবাশীষ বলেছেন, ‘দ্বিতীয়বারের মতো এই ইনজেকশন নিলেন সাকিব। এর আগে ইনজুরিতে পড়ার কিছুদিন বাদে অ?স্ট্রে?লিয়ায় গিয়ে প্রথমবারের মতো ইনজেকশন নিয়েছিলেন। যদিও আমরা দেখেছি অনেক খেলোয়াড়ই এমন চিকিৎসায় চোট নিয়ন্ত্রণে রাখতে পারেন। কিন্তু সমস্যা হয় তখনই যখন ব্যথাটা বারবার হয়। সে?ক্ষে?ত্রে তার আঙ্গুলে অস্ত্রোপচা?রের প্রয়োজন হতে পারে এবং এর ফলে তিনি ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকবেন।’ ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকা মানে দেড়মাস বাইরে থাকা। দেড়মাস মাঠের বাইরে থাকা মানে এশিয়া কাপে খেলা অনিশ্চিত হয়ে পড়বে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি টি২০ সিরিজে আঙ্গুলের ব্যথা দূর করতে সাকিবকে একটি ব্যথানাশক ইনজেকশন নিয়ে মাঠে নামতে হয়েছে। প্রথম টি২০তে সেই কাজ করতে হয়েছে। সিরিজ শেষে সাকিব দেশে ফিরলে কিভাবে এ ব্যথা দূর করা যায় তা নিয়ে ভাবা হবে। সেই ভাবনায় অস্ত্রোপচারই সর্বশেষ সিদ্ধান্ত আসছে। এ বছর জানুয়ারিতে দেশের মাটিতে হওয়া ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ফিল্ডিংয়ের সময় বল ধরতে গিয়ে আঙ্গুলে চোট পেয়েছিলেন সাকিব।
×