ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ফোর জি ও থ্রি জি ইন্টারনেট সেবা বন্ধ

প্রকাশিত: ০৭:১৬, ৫ আগস্ট ২০১৮

ফোর জি ও থ্রি জি ইন্টারনেট সেবা বন্ধ

স্টাফ রিপোর্টার ॥ চলমান ছাত্র আন্দোলনের সপ্তম দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু অপপ্রচারের ঘটনায় ফোর জি ও থ্রি-জি সেবা বন্ধ করে দিয়েছে বিটিআরসি। শনিবার সন্ধ্যার দিকে হঠাৎ করে মোবাইলে সেবা দু’টি বন্ধ হয়ে যায়। এ বিষয়ে বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক বলেন, বিটিআরসি থেকে এমন কোন নির্দেশ দেয়া হয়নি। ইন্টারনেট তো ঠিকই আছে। সূত্র জানিয়েছে, ফেসবুকে গুজব ছড়ানোর মাধ্যমে ঢাকার ধানম-িতে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ কর্মীদের সংঘাতের পর মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়। মোবাইল অপারেটরগুলোর একাধিক কর্মকর্তা বলেন, ইন্টারনেটের গতি ১ দশমিক ২৮ কেবিপিএসে নামানোর ‘নির্দেশনা দেয়া হয়েছে’ তাদের। এই নির্দেশ দিনেই অপারেটরদের দেয়া হয়। অপারেটররা ফোর জি ও থ্রি জি নেটওয়ার্ক বন্ধ করে দেয়ার নির্দেশ পেয়েই সেবা দু’টি বন্ধ করেছে। তবে নির্দেশে কোন সময় সীমা উল্লেখ করা হয়নি। ঠিক কত কত দিন ফোর জি ও থ্রি জি নেটওয়ার্ক বন্ধ রাখা হবে তার কিছু বলা হয়নি। তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা বলেছেন, ১ দশমিক ২৮ কেবিপিএসে ফেসবুকে ছবি আপলোড করা সম্ভব হবে না। অন্যান্য ওয়েবসাইট দেখতেও গ্রাহকদের বেশ ভোগান্তিতে পড়তে হবে। এ কারণেই ১ দশমিক ২৮ কেবিপিএস এ নেটওয়ার্ক নামিয়ে আনা হয়েছে। বিষয়টি ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বারের সঙ্গে কয়েক দফা যোগাযোগ করেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
×