ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বি’বাড়িয়ায় ভবন থেকে পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ০৭:১০, ৫ আগস্ট ২০১৮

বি’বাড়িয়ায় ভবন থেকে পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বহুতল ভবন থেকে পড়ে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকরা হলেন, চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাড়কানাপুর গ্রামের ছাত্তার মিয়ার ছেলে আবদুর রহিম (২৩) ও একই উপজেলার বনকুল গ্রামের শেরপান ইসলমের ছেলে আনিকুল ইসলাম (২০)। জানা যায়, শনিবার দুপুরে কসবার পৌর এলাকা নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় মাচা ভেঙ্গে ভবনের ৫ তলা থেকে পড়ে গেলে আবদুর রহিম ও আনিকুল ইসলাম গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় আনিকুল ইসলাম মারা যায় এবং আব্দুর রহিমকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়ার পথে আব্দুর রহিমও মারা যায়। জামালপুরে বজ্রপাতে কৃষি শ্রমিকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ৪ আগস্ট ॥ মাদারগঞ্জের বালিজুড়ি ইউনিয়নের শুভগাছা গ্রামে বজ্রপাতে নজরুল ইসলাম (৫০) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। নজরুল ইসলাম শুভগাছা গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে। জানা গেছে, বালিজুড়ি ইউনিয়নের শুভগাছা গ্রামের কৃষি শ্রমিক নজরুল ইসলাম শনিবার বিকেলে বাড়ির কাছে পাট ক্ষেতে কাজ করছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। বালিজুড়ি ইউনিয়ন পরিষদ সদস্য জিল্লুর রহমান খান বজ্রপাতে নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
×