ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

স্মরণসভায় বক্তারা

মোয়াজ্জেম হোসেন ছিলেন পেশাদার ও পরিশুদ্ধ সাংবাদিক

প্রকাশিত: ০৭:০৯, ৫ আগস্ট ২০১৮

মোয়াজ্জেম হোসেন ছিলেন পেশাদার ও পরিশুদ্ধ সাংবাদিক

অর্থনৈতিক রিপোর্টার ॥ মোয়াজ্জেম হোসেন ছিলেন পুরোপুারি পেশাদার ও পরিশুদ্ধ সাংবাদিক। অর্থনৈতিক বার্তা পরিবেশক ইংরেজী দৈনিক ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সদ্য প্রয়াত সম্পাদক এ এইচ এম মোয়াজ্জেম হোসেন পুরোপুরি পেশাদার ও পরিশুদ্ধ সাংবাদিক ছিলেন। সততা, নৈতিকতার সঙ্গে সম্পূর্ণ পক্ষপাতহীনভাবে সব সময় দায়িত্ব পালন করেছেন। আর অর্থনীতির সাংবাদিকতায় তিনি শুধু পুরোধা ছিলেন না, ছিলেন পথিকৃতও। মোয়াজ্জেম হোসেনের স্মরণে তারই প্রতিষ্ঠিত ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত এক স্মরণ সভায় বক্তারা এসব কথা বলেন। শনিবার রাজধানীর নয়া পল্টনে ইআরএফের নিজস্ব কার্যালয়ে এ স্মরণ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান। এ ছাড়া বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ বিশেষ অতিথি ছিলেন। অনুষ্ঠানে ইআরএফের সদস্য এবং ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের মোয়াজ্জেম হোসেনের সহকর্মীরা স্মৃতিচারণ করেন। অনুষ্ঠান শেষে মোয়াজ্জেম হোসেনের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। অনুষ্ঠানের শুরুতে মোয়াজ্জেম হোসেন ইআরএফ ও অর্থনৈতিক সাংবাদিকতা নিয়ে কী ভাবতেন তার ওপরে একটি তথ্যচিত্র উপস্থাপন করা হয়।
×