ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজধানীতে স্কুল ছাত্রীকে ধর্ষণের পর হত্যা

প্রকাশিত: ০৭:০৯, ৫ আগস্ট ২০১৮

রাজধানীতে স্কুল ছাত্রীকে ধর্ষণের পর হত্যা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর তেজগাঁও বেগুনবাড়ি এলাকায় সাগরিকা তৃপ্তি (১২) নামে এক স্কুল পড়ুয়া শিশুর লাশ উদ্ধার হয়েছে। পরিবারের ধারণা, তৃপ্তিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। নিহত তৃপ্তি তেজগাঁও বিজি প্রেস প্রাইমারী স্কুলের ৫ম শ্রেণীর ছাত্রী ছিল। নিহতের বাবার নাম হাসান আলী। গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার শুক্কুরপুর গ্রামে। সে উত্তর বেগুনবাড়ি সিদ্দিক মাস্টার ঢালের ৪৭ নম্বর বাসার ২য় তলায় সপরিবারে থাকত। শনিবার বিকেলে তার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত তৃপ্তির দুলাভাই মোজাফফর হোসেন জানান, সকালে তৃপ্তির মা-বাবা বাসার বাইরে ছিলেন। সকাল ৭টার দিকে তৃপ্তির বড় বোন কুলসুম তৃপ্তিকে নাস্তা করার জন্য ডাকতে ২য় তলায় যান। তখন তৃপ্তি পরে খাবে বললে কুলসুম নিচে চলে আসেন। পরে আবার সাড়ে ৭টার দিকে তাকে ডাকতে গেলে রুমের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। দরজার নিচ দিয়ে তিনি দেখেন তৃপ্তি ফ্লোরে পড়ে আছে। মোজাফফর হোসেন আরও জানান, এরপর রুমের ভেন্টিলেটর ভেঙ্গে আমি ভেতরে ঢুকে তৃপ্তিকে উদ্ধার করে সমরিতা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানালেন ড. কামাল স্টাফ রিপোর্টার ॥ নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে ‘ষোল আনা’ সমর্থন করেন বলে জানিয়েছেন বিশিষ্ট আইনজীবী ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেন, শিক্ষার্থীদের শ্লোগান ‘উই ওয়ান্ট জাস্টিস’। এটা কত সুন্দর কথা। আমার, আপনার সবার কথা এটি। শনিবার রাজধানীর আরামবাগে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে বর্ধিত সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ড. কামাল বলেন, শিক্ষার্থীরা দেখিয়ে দিয়েছে। দেশ আবার জেগে উঠেছে। এ সরকার আওয়ামী লীগ নাম ব্যবহার করে স্বৈরাচারী আচরণ করছে।
×