ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ম্যাজিস্ট্রেট ঘেরাও

প্রকাশিত: ০৭:০৫, ৫ আগস্ট ২০১৮

ম্যাজিস্ট্রেট ঘেরাও

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ শনিবার নিরাপদ সড়ক ব্যবস্থার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ঘেরাওয়ের মুখে পড়েছিলেন এক নির্বাহী ম্যাজিস্ট্রেট। ওয়াসা মোড়ে তাকে দেখতে পেয়ে একশ্রেণীর শিক্ষার্থী তাকে বিশ্রী ভাষায় গালাগাল করেন। এরপর দুপুরে ছাত্রলীগের নেতাকর্মীরা ওয়াসা মোড় থেকে বিক্ষোভরত শিক্ষার্থীদের সরিয়ে দেয়। সকাল ১০টার দিকে নিউমার্কেট মোড় এলাকায় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা জড়ো হলে সেখান থেকে পুলিশ তাদের সরিয়ে দেয়। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ঘেরাও করে বিভিন্ন অনাকাক্সিক্ষত মন্তব্য করার বিষয়ে মন্তব্য করা হলে ম্যাজিস্ট্রেট রঞ্জন চন্দর দে গণমাধ্যম কর্মীদের জানান, তিনি ছাত্রদের সরকার যে তাদের দাবি দাওয়া মেনে নিয়েছে তা বুঝাতে গিয়েছিলেন। এ অবস্থায় কেউ কেউ তাকে উদ্দেশ করে কটাক্ষ করেছেন বলে শুনেছেন। রাজাকারমুক্ত কিশোরগঞ্জ দাবি নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৪ আগস্ট ॥ ‘রাজাকারমুক্ত কিশোরগঞ্জ চাই’ দাবিতে জেলা শহরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে ভোরের আলো সাহিত্য আসরের ৫০০তম সভায় মাদক, জঙ্গীবাদ ও রাজাকার বিরোধী এ অনুষ্ঠানে সাহিত্যপাঠ ও সম্মাননা পুরস্কার প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমা-ার আসাদ উল্লাহ। মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট নিজাম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদরের ইউএনও আব্দুল্লাহ আল মাসউদ। অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন কার্যক্রমে অগ্রণী ভূমিকা রাখায় সহ-সভাপতি ব্যাংকার মোতাহের হোসেন, উপদেষ্টা আলী আজম তাপসকে সম্মাননা প্রদান এবং শিল্পী নিরব রিপনসহ আরও পাঁচজনকে পুরস্কৃত করা হয়।
×