ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সিদ্ধিরগঞ্জে হামলায় ১০ শিক্ষার্থী আহত

প্রকাশিত: ০৭:০২, ৫ আগস্ট ২০১৮

সিদ্ধিরগঞ্জে হামলায় ১০ শিক্ষার্থী আহত

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলায় নট ডেম কলেজের ছাত্রসহ ১০ জন আহত হয়েছে। শনিবার দুপুরে মৌচাক এলাকায় এ ঘটনা ঘটে। আহত নটর ডেম কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী কাউসার আহমেদ সিয়াম, একই কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র তার বড় ভাই জোবায়ের আলম লিখন, কবি নজরুল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী সাকিব, তোলারাম কলেজের শিক্ষার্থী শামিমসহ ১০ জন আহত হয়েছে। আহত শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আহত শিক্ষার্থীরা অভিযোগ করেছে স্থানীয় ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। জানা গেছে, শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকায় যানবাহন চলাচলে শৃঙ্খলায় শিক্ষার্থীরা কাজ করার সময় একটি মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চায়। এসময় ওই মোটরসাইকেল চালক স্থানীয় যুবলীগ নেতার ভাগিনা সাকিল শিক্ষার্থী সিয়ামের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এ ঘটনায় দুটি নোয়া মাইক্রোবাস ও একটি ট্রাকে লাঠিসোটা নিয়ে লোকজন তাদের ওপর হামলা চালায়। হামলায় শিক্ষার্থী সিয়ামসহ ১০ জন আহত হয়। শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্রলীগ-যুবলীগ ও পরিবহন শ্রমিকেরা তাদের ওপর পরিকল্পিতভাবে হামলা করেছে। সাকিল স্থানীয় যুবলীগ নেতা তোফায়েল হোসেনের ভাগিনা। আহত শিক্ষার্থী সিয়ামের বড় ভাই জোবায়ের আলম লিখন জানান, রওশন আরা কলেজ, বেরতি মোহন স্কুল এ্যান্ড কলেজ, রফিকুল ইসলাম ¯ু‹ল এ্যান্ড কলেজসহ আশেপাশের বেশ কয়েকটি স্কুলের ছাত্রছাত্রীর একত্রিত হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়েকর শিমরাইল থেকে সাইনবোর্ড পর্যন্ত কয়েকটি পয়েন্টে ভাগ হয়ে সড়কে শৃৃঙ্খলা ও ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজপত্র পরীক্ষা করছিল। এসময় স্থানীয় এক যুবলীগ নেতা মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চাইলে সে বলে তাদের কোন কাগজপত্র লাগে না। এই কথা বলেই তারা সিয়ামের ওপর হামলে পড়ে। এতে তার নাক ফেটে রক্ত ঝরতে থাকে। পরে তাকে সাইনবোর্ড প্রো-অ্যাকটিভ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দিয়ে বাড়ি নিয়ে আসা হয়। আহত সাকিব জানান, মোটরসাইকেলে বসে ওই লোকটি ফোন করে লোকজন জড়ো করে। তারা তিনটি হাইয়েস সাইক্রোবাসে করে লাঠিসোটা নিয়ে আমাদের ওপর হামলা চালায়। পরে দ্রুত দৌড়ে চলে যায়।
×