ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পরিবেশের বন্ধু শামুক-ঝিনুক

প্রকাশিত: ০৭:০১, ৫ আগস্ট ২০১৮

পরিবেশের বন্ধু শামুক-ঝিনুক

বাকৃবি সংবাদদাতা ॥ একসময় পুকুর, নদী, ছোট জলাশয়ে দেখা মিলত অজ¯্র ঝিনুক ও শামুকের। বর্তমানে আশঙ্কাজনকভাবে কমেছে এদের পরিমাণ। মাত্রাতিরিক্ত আহরণ এবং মুক্ত জলাশয়ে মাছ চাষের কারণে হ্রাস পাচ্ছে এদের সংখ্যা। প্রাকৃতিক পরিবেশের নির্দেশক এই প্রাণীটির কমে যাওয়া পরিবেশের ভারসম্যের জন্য মারাত্মক হুমকির কারণ হয়ে দাঁড়াতে পারে। শনিবার বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) আয়োজিত কর্মশালায় গবেষকরা এসব কথা বলেন। স্বাদু পানির ঝিনুক ও শামুক সংরক্ষণ প্রকল্পের পরিচালক ড. মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মোঃ আনোয়ারুল ইসলাম। ভাতার চেক প্রদান নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ৪ আগস্ট ॥ শিল্পমন্ত্রী আলহাজ আমির হোসেন আমু এমপি বলেছেন, বর্তমান সরকার সামাজিক বেষ্টনীর মধ্যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতাসহ নানা ধরনের ভাতা দিয়ে গরিব ও অসচ্ছল পরিবারকে আর্থিক সচ্ছলতা অর্জনের পথে ধরে রেখেছে। ঝালকাঠী সদর উপজেলায় ১০ হাজার এই শ্রেণীভুক্ত ব্যক্তিদের প্রায় ১৬ কোটি টাকা বছরে ভাতা প্রদান করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাহার মিয়ার সভাপতিত্বে জেলা প্রশাসক মোঃ হামিদুল হক, পুলিশ সুপার জোবায়েদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র আলহাজ লিয়াকত আলী তালুকদার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিদ্দিকুর রহমান ও ছালেহ উদ্দিন ছালেক প্রমুখ বিশেষ অতিথি ছিলেন।
×