ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে স্বরূপে পদ্মা ॥ ২৪ ঘণ্টায় পানি বেড়েছে ২৯ সেমি

প্রকাশিত: ০৬:৫৯, ৫ আগস্ট ২০১৮

রাজশাহীতে স্বরূপে পদ্মা ॥ ২৪ ঘণ্টায় পানি বেড়েছে ২৯ সেমি

মামুন-অর-রশিদ, রাজশাহী ॥ শ্রাবণের শেষে এসে স্বরূপে ফিরতে শুরু করেছে রাজশাহীর পদ্মা। গত এক সপ্তাহ ধরে রাজশাহীতে বৃদ্ধি পেতে শুরু করেছে পদ্মা পানি। পাহাড়ী ঢল ও উজানের ধেয়ে আসা পানির তোড়ে বৃদ্ধি পাচ্ছে পানি। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে পদ্মার পানি বৃদ্ধি পেয়েছে ২৯ সেন্টিমিটার। আর গত ৪৮ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে ৮১ সেন্টিমিটার। শনিবার দুপুর ১২টায় রাজশাহীর পদ্মা নদী প্রবাহিত হচ্ছিল বিপদসীমার ২ দশমিক ৬১ মিটার নিচ দিয়ে। এদিন বিকেল ৩টায় পদ্মা নদী রাজশাহীতে প্রবাহিত হয়েছে ১৫ দশমিক ৮৯ মিটার উচ্চতায়। রাজশাহীতে পদ্মা নদীর বিপদসীমা ১৮ দশমিক ৫০ মিটার। রাজশাহীর পানি উন্নয়ন বোর্ড-পাউবো এর পানি বিজ্ঞান বিভাগের সূত্র জানায়, গত ১ জুন রাজশাহীতে পদ্মা নদী ৯ দশমিক ১৫ উচ্চতায় প্রবাহিত হয়। এরপর থেকে সামান্য পানি বাড়তে থাকে। আগস্ট পদ্মার উচ্চতা ছিল ১৪ দশমিক ৮২ মিটার, ২ জুলাই ১৫ দশমিক ২৭ মিটার ৩ জুলাই রাজশাহীতে পদ্মা নদীর পানির উচ্চতা ছিল ১৫ দশমিক ৭৪ মিটার। আর সর্বশেষ শনিবার বেলা ১২টায় প্রবাহিত হয়েছে ১৫ দশমিক ৮৭ মিটার এবং একইদিন বেলা ৩টায় রাজশাহীতে পদ্মার পানি প্রবাহিত হয়েছে ১৫ দশমিক ৮৯ মিটার উচ্চতায়। এদিকে অব্যাহত পানি বৃদ্ধিতে রাজশাহীর বাঘা ও গোদাগাড়ী উপজেলার চরাঞ্চলে ভাঙ্গন দেখা দিয়েছে। বিশেষ করে বাঘার চক রাজাপুর উচ্চ বিদ্যালয় হুকমির মুখে পড়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এছাড়া রাজশাহী নগরীর শহর রক্ষা বাঁধের নিচে পদ্মা গার্ডেন, পঞ্চবটি শ্রীরামপুর ও টি-গ্রয়েন এলাকায় পানি প্রবেশ করেছে। এদিকে শ্রাবণের শেষ দিকে এসে পানি বৃদ্ধি পাওয়ায় যেন যৌবনে ফিরতে শুরু করেছে পদ্মা। রাজশাহীতে পদ্মা নদীর এ রূপ দেখতে তাই ভিড় জমছে মানুষের। সকাল থেকে সন্ধ্যা পদ্মা নদী দেখতে ছুটে আসছেন মানুষ।
×