ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পাথরঘাটায় সেতু ভেঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

প্রকাশিত: ০৬:৫৮, ৫ আগস্ট ২০১৮

পাথরঘাটায় সেতু ভেঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

সংবাদদাতা, পাথরঘাটা, বরগুনা, ৪ আগস্ট ॥ পাথরঘাটা থেকে সড়ক পথে যোগাযোগের রুট পিরোজপুর জেলার চরখালী-মঠবাড়িয়া সড়কের তুষখালী বাজার সংলগ্ন বেইলি ব্রিজের ওপড় দিয়ে একটি ট্রাক ভেকু বহন করে যাওয়ার সময় ব্রিজটি ভেঙ্গে ঢাকাসহ সারা দেশের সঙ্গে পাথরঘাটা উপজেলার যোগাযোগ বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছে পরিবহনসহ সব ধরনের যাত্রীরা। শুক্রবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, শুক্রবার রাতে মঠবাড়িয়া থেকে ভেকু বোঝাই একটি ট্রাক তুষখালী বেইলি ব্রিজের ওপড় দিয়ে যাচ্ছিল। রাতে ট্রাকটি ব্রিজ পার হতে গেলে ভেঙ্গে পড়ে। এতে কেউ হতাহত হয়নি। দুর্ঘটনার পর ট্রাকের চালক লাপাত্তা। বেইলি ব্রিজটি ভেঙ্গে যাওয়ার পর বরগুনার পাথরঘাটা উপজেলার সঙ্গে মঠবাড়িয়া হয়ে চরখালী, পিরোজপুর, ভা-ারিয়া, বরিশাল, খুলনা, ঢাকাসহ সারা দেশের সঙ্গে সরাসরি বাস ও মালবাহী ট্রাক চলাচল বন্ধ রয়েছে। পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের (সওজ) বিভাগের উপসহকারী প্রকৌশলী মোঃ ফখরুল ইসলাম বলেন, আগে থেকেই ব্রিজটি ঝুঁকিপূর্ণ ছিল। ব্রিজটি ঝুঁকিপূর্ণ থাকায় ২৭ টন ওজনের ভেকু বোঝাই ট্রাক পার হওয়ার কারণে ভেঙ্গে পড়ে। দ্রুততম সময়ের মধ্যে উদ্ধার কাজ শুরু করা হবে।
×