ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে পাহাড় কেটে মাটি লুট ॥ ৫ প্যাগোডা ঝুঁকিতে

প্রকাশিত: ০৬:৫৭, ৫ আগস্ট ২০১৮

কক্সবাজারে পাহাড় কেটে মাটি লুট ॥ ৫ প্যাগোডা ঝুঁকিতে

এইচএম এরশাদ, কক্সবাজার ॥ বৌদ্ধদের একমাত্র ঐতিহ্য কক্সবাজার শহরের পাঁচটি প্যাগোডা বিলীনের পথে। পাহাড় কাটার কারণে ধ্বংস হয়ে যাচ্ছে শহরের ঐতিহ্যবাহী ওসব বৌদ্ধ প্যাগোডা। শহরের বৈইল্যাপাড়া এলাকায় অর্ধ শতাধিক ফুট উঁচু জাদি পাহাড়ের উপরে অবস্থিত বৌদ্ধ সম্প্রদায়ের বড় পাঁচটি প্যাগোডা প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে। পাহাড় কাটার কারণে ঝুঁঁকিতে রয়েছে প্যাগোডাগুলো। জানা যায়, এক শ্রেণীর ভূমিদস্যু জাদি পাহাড় থেকে মাটি কেটে বিক্রি করে চলেছে। তারা পাহাড়ের জায়গাগুলো এক প্রকারে দখলে নিয়েছে। বৌদ্ধদের বাধা মানছে না মোটেও। সেখানে পাহাড় কাটা অব্যাহত থাকায় একটি বৌদ্ধ প্যাগোডা ইতোমধ্যে ধসে পড়েছে। ক্ষতিসাধন হয়েছে ৪টি বসতবাড়ির। আরও একটি প্যাগোডার তলার মাটি ধসে পড়ে ওই প্যাগোডাটিও বিলীন হওয়ার পথে রয়েছে। শহরের পাঁচটি প্যাগোডা নির্মিত পাহাড়ে মাটি কাটা বন্ধ না হওয়া এবং প্যাগোডাগুলোর রক্ষণাবেক্ষণ না থাকায় জাদি পাহাড়ে ফাটল দেখা দিয়েছে। এতে অরক্ষিত হয়ে পড়েছে পাহাড়ের ওপর ঐতিহ্যবাহী প্যাগোডাগুলো। পাহাড় কেটে আশপাশে বসত বাড়ি তৈরি করার কারণে প্যাগোডাগুলো ধসে পড়ার চরম ঝুঁঁকিতে পড়েছে। প্যাগোডা ধসে পড়ে যেকোন সময় প্রাণহানির ঘটনাও ঘটতে পারে বলে আশঙ্কা করেছেন স্থানীয় সমাজসেবকরা। সরজমিনে পরিদর্শনে দেখা গেছে, প্যাগোডার চারপাশে ইতোপূর্বে পাহাড় কাটা হয়েছে নির্বিচারে। জবরদখল করে নির্মাণ করা হয়েছে বহু বাড়িঘর। ওখানে মুসলিম ও বৌদ্ধ ধর্মাবলম্বী বলে কোন কথা নেই। যে যেভাবে পেরেছে, মাটি কেটে পাহাড় দখল করে নির্মাণ করেছে তাদের বাড়িঘর। প্যাগোডার পাশে ওই ঝুঁকিপূর্ণ বসতবাড়িতে অনেকে পাহারাদার বা ভাড়াটে রেখে নিজেদের দখলে রেখেছে জবরদখলকৃত জায়গা। সম্প্রতি টানা বৃষ্টিতে শহরের রোমালিয়ারছড়ায় পাহাড় ধসে একই পরিবারের চারজন নিহত হওয়ার ঘটনায় জাদি পাহাড়ের চারপাশে বসবাসকারী অর্ধশতাধিক বসতবাড়ির লোকজন চরম আতঙ্কে রয়েছে। স্থানীয়রা বলেন, আগেই কাটা হয়েছে জাদি পাহাড়ের মাটি। বৃষ্টির কারণে বর্তমানে ঝুঁকিতে রয়েছে ওসব বাড়ি। চতুরদিক থেকে সরে যাচ্ছে প্যাগোডার তলার মাটি। স্থানীয় বৌদ্ধরা জানান, দেশ-বিদেশ থেকে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ভ্রমণে আসা বৌদ্ধ ধর্মাবলম্বিরা ওসব প্যাগোডাস্থলে আসে প্রতিবছর। বৌদ্ধদের একমাত্র ঐতিহ্য হচ্ছে ওই প্যাগোডাগুলো। রক্ষণাবেক্ষণ না করায় বৌদ্ধদের ওই ঐতিহ্য এখন বিলীনের পথে। পাঁচটি প্যাগোডার মধ্যে গত বছর একটির তলার মাটি সরে গিয়েছিল। সেটি কয়েকদিন আগে টানা বর্ষণে ধসে নিচে পড়ে গেছে। প্যাগোডার নিচে বসবাসকারী ভুলু বড়ুয়া, খোকন বড়ুয়া, ডালিম বড়ুয়া ও করবী বড়ুয়া প্রাণ ভয়ে অন্যত্র আশ্রয় নিয়েছে।
×