ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সাপ্তাহিক বাজার পর্যালোচনা

পুঁজিবাজারে হাজার কোটি টাকা লেনদেন কমেছে

প্রকাশিত: ০৬:৩৩, ৫ আগস্ট ২০১৮

পুঁজিবাজারে হাজার কোটি টাকা লেনদেন কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত সপ্তাহে উত্থানে শেষ হয়েছে উভয় শেয়ারবাজারের লেনদেন। সপ্তাহজুড়ে উভয় শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। একইসঙ্গে বেড়েছে হাত বদল হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে লেনদেন উভয় শেয়ারবাজারে কমেছে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, গত সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩ হাজার ৪২৯ কোটি ১ লাখ ৯৭ হাজার ৭৫১ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ১ হাজার ২৫ কোটি ৭০ লাখ ৯৬ হাজার ৭২ টাকা বা ২৩.০৩ শতাংশ কম। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪ হাজার ৪৫৪ কোটি ৭২ লাখ ৯৩ হাজার ৮২৩ টাকার। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে লেনদেন হয়েছে ১৮১ কোটি ৯০ লাখ ৪৭৪ টাকার। যা আগের সপ্তাহ থেকে ৬৭ কোটি ২৮ লাখ ৯২ হাজার ৭৯৩ টাকা বা ২৭ শতাংশ কম। আগের সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছিল ২৪৯ কোটি ১৮ লাখ ৯৩ হাজার ২৬৭ টাকার। গত সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯৪.৬২ পয়েন্ট বা ১.৭৮ শতাংশ বেড়ে সপ্তাহ শেষে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৯৯ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২.৩২ পয়েন্ট বা ০.১৮ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৮৭৩ পয়েন্ট বা ০.৪৬ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৬২ ও ১৮৯৯ পয়েন্টে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২১৯ পয়েন্ট বা ১.৩৪ শতাংশ বেড়ে সপ্তাহ শেষে দাঁড়িয়েছে ১৬ হাজার ৫৯২ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে সিএসই-৫০ সূচক ২২ পয়েন্ট বা ১.৮৯ শতাংশ, সিএসই-৩০ সূচক ৫৪ পয়েন্ট বা ০.৩৭ শতাংশ ও সিএসসিএক্স ১৩৪ পয়েন্ট বা ১.৩৪ শতাংশ বেড়ে সপ্তাহ শেষে দাঁড়িয়েছে যথাক্রমে ১১৯৭, ১৪৫৩০ ও ১০০৪৩ পয়েন্টে। তবে সিএসআই ২ পয়েন্ট বা ০.০২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১১২৬ পয়েন্টে। সপ্তাহজুড়ে ডিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৮১টির, কমেছে ১৩২টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ২৭টির। অপরদিকে সিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩৬টির, শেয়ার দর কমেছে ১৩৭টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৬টির।
×