ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মানুষের মতোই রং চিনতে পারে গায়ক পাখি

প্রকাশিত: ০৬:১১, ৫ আগস্ট ২০১৮

মানুষের মতোই রং চিনতে পারে গায়ক পাখি

গায়ক পাখিরা ঠিক মানুষের মতোই রংয়ের পার্থক্য বুঝতে পারে এবং তা মনে রাখতে পারে। সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার ডিউক বিশ্ববিদ্যালয়ের এই নয়া গবেষণা সম্প্রতি জার্নাল নেচার সাময়িকীতে প্রকাশিত হয়েছে। ডিউক বিশ্ববিদ্যালয়ের গবেষক দল গবেষণা কাজে একদল স্ত্রী জাতীয় গায়ক পাখিকে ব্যবহার করেন। পাখিগুলোর সামনে একটি লাল ও অপরটি হলুদ রংয়ের ডিস্ক রাখা হয়। আর পাশেই অন্য জায়গায় রাখা হয় পাখিদের খাবার। এরপর পাখিগুলোকে ছেড়ে দেয়া হলে অনুজ্জ্বল বর্ণের দিকে এগুলো ঝুঁকে যায়। অর্থাৎ পাখিগুলো বুঝতে পারে ওই রঙ্গিন ডিস্কের মধ্যে কোন খাবার নেই। এরপর একটি রঙ্গিন ডিস্ক সরিয়ে ফেলা হয়। তখন ওই খাবার যুক্ত জায়গা ও একটি রঙ্গিন ডিস্ক রাখা হয়। এই ক্ষেত্রেও পাখিদের একই আচরণ লক্ষ্য করা যায়। এরপর গবেষক দলটি পাখির রং চেনার প্রকৃত ক্ষমতা আরও নিশ্চিত হতে আলাদা উপায় ব্যবহার করেন। এ ক্ষেত্রে তারা ওই রঙ্গিন ও হলুদ ডিস্কের একটিতে খাবার রাখেন। এ ক্ষেত্রেও পাখিগুলো যে ডিস্কে খাবার রয়েছে সেটির দিকে এগিয়ে যায়। এরপর ডিস্ক দুটো পরিবর্তন করা হলেও পাখিগুলো একই আচরণ করে। এ গবেষণা দলের নেতৃত্বে ছিলেন ডিউক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইলিনর কেভস ও প্যাট্রিক গ্রিন। ডক্টর কেভস বলেন, শিশুদের রং চেনার ক্ষমতা রয়েছে। এই ভাবনা থেকে আমরা পাখিদের বেলায়-এর প্রভাব নিয়ে কাজ করার চেষ্টা করি। আমরা মনে করেছিলাম যে পাখিরাও হয়তো রং চিনে মনে রাখতে পারবে। এ কাজে ব্যবহৃত পাখিদের দীর্ঘ দিন প্রশিক্ষণ দেয়া হয়। নিউরো সায়েন্স নিউজ ডটকম অবলম্বনে।
×