ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শাহজালালের লস্ট এ্যান্ড ফাউন্ড শাখা থেকে দেড় কোটি টাকার ওষুধ জব্দ

প্রকাশিত: ০৬:০৬, ৫ আগস্ট ২০১৮

শাহজালালের লস্ট এ্যান্ড ফাউন্ড শাখা থেকে দেড় কোটি টাকার ওষুধ জব্দ

স্টাফ রিপোর্টার। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে লস্ট এ্যান্ড ফাউন্ড শাখা থেকে ১ কোটি ৬০ লাখ টাকার আমদানি নিষিদ্ধ ও আমদানি নিয়ন্ত্রিত ওষুধ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। শনিবার ওই ওষুধগুলো জব্দ করা হয়। জানা যায়, মিসর থেকে দুবাই হয়ে আসা (এসভি-৮০২) একটি ফ্লাইট গত ১৬ জুলাই ভোর ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা জানতে পারেন-ওই ফ্লাইটের মাধ্যমে বিপুল পরিমাণ আমদানি নিয়ন্ত্রিত ও আমদানি নিষিদ্ধ ওষুধ এসেছে, যা এখন বিমানবন্দরের মধ্যে লুক্কায়িত অবস্থায় আছে। তারপর চলে অনুসন্ধান। শনিবার ওই ওষুধগুলো বিমানবন্দরের অভ্যন্তরে লস্ট এ্যান্ড ফাউন্ড শাখা থেকে জব্দ করা হয়। ৪টি কার্টুন ব্যাগেজ বেল্টে এনে সব সংস্থার উপস্থিতে খোলার ১৫ আইটেমের আমদানি নিষিদ্ধ ও নিয়ন্ত্রিত ওষুধ পাওয়া যায়। জব্দকৃত পণ্যের শুল্ককরসহ মূল্য প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা।
×