ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রমিজ উদ্দিন কলেজকে প্রধানমন্ত্রীর দেয়া পাঁচটি বাস হস্তান্তর করা হচ্ছে আজ

প্রকাশিত: ০৮:১৫, ৪ আগস্ট ২০১৮

রমিজ উদ্দিন কলেজকে প্রধানমন্ত্রীর দেয়া পাঁচটি বাস হস্তান্তর করা হচ্ছে আজ

স্টাফ রিপোর্টার ॥ বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর পর ব্যাপকভাবে আলোচনায় থাকা শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীদের জন্য পাঁচটি নতুন বাস উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ আনুষ্ঠানিকভাবে বাস পাঁচটি কলেজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হচ্ছে। মূলত শিক্ষার্থীদের যাতায়াতের কষ্ট লাঘব করতেই বাসগুলো দেয়া হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করেছে। আইএসপিআরের পরিচালক লে. কর্নেল আলমগীর কবির শুক্রবার রাত বারোটায় জনকণ্ঠকে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে পাঁচটি বাস উপহার দিয়েছেন। আজ সকালে আনুষ্ঠানিকভাবে কলেজ কর্তৃপক্ষের কাছে বাস পাঁচটি হস্তান্তর করা হচ্ছে। প্রসঙ্গত, গত ২৯ জুলাই রবিবার দুপুরে রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এমইএস বাসস্ট্যান্ডে প্রতিদিনের মতো বাসের জন্য অপেক্ষা করছিল শিক্ষার্থীসহ অন্যরা। এ সময় পাল্লাপাল্লি করে বেশি যাত্রীর আশায় জাবালে নূর পরিবহনের একটি বেপরোয়া বাস নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী দিয়া খানম মীম ও বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণীর ছাত্র আব্দুল করিম রাজিবের মৃত্যু হয়। আহত হয় অন্তত ১৫ শিক্ষার্থী। এমন ঘটনার রেশ ধরে গত ছয় দিন ধরে সারাদেশে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন করছে। তাতে একাত্মতা পোষণ করেছেন শিক্ষার্থীদের অভিভাবকসহ নানা শ্রেণী পেশার মানুষ।
×