ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর দেখানো পথেই এগিয়ে যাচ্ছে দেশ ॥ অধ্যাপক শহীদুল্লাহ

প্রকাশিত: ০৮:১২, ৪ আগস্ট ২০১৮

বঙ্গবন্ধুর দেখানো পথেই এগিয়ে যাচ্ছে দেশ ॥ অধ্যাপক শহীদুল্লাহ

গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার বলেছেন, বঙ্গবন্ধুর দেখানো পথেই সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। শুক্রবার গণতন্ত্রী পার্টি কাপাসিয়া উপজেলা শাখার উদ্যোগে গণতন্ত্রী পার্টি কাপাসিয়া উপজেলা কার্যালয়ে ‘জাতীয় শোক দিবস’ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে যারা বাংলাদেশকে পাকিস্তান বানানোর ষড়যন্ত্র করেছিল মুক্তিযুদ্ধের বিপক্ষের সেই শক্তি আজ চরম হতাশাগ্রস্ত। অন্যদিকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে কাজ করে যাচ্ছে। আজকে দেশ বিশ্ব দরবারে উন্নত শিরে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হচ্ছে। উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্ব দরবারে বাংলাদেশ আজকে একটি সম্মানজনক পরিচিতি লাভ করেছে। যেখানে বিশ্বের অন্যান্য অনেক দেশে অর্থনৈতিক মন্দা চলছে সেখানে বাংলাদেশের প্রবৃদ্ধির হার অনেক ওপরে রয়েছে। যা অত্যন্ত গুরুত্বপূর্ণ সূচক বলে অর্থনীতিতে বিবেচিত হচ্ছে। সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের বিনামূল্যে সরকারী দায়িত্বে চিকিৎসা সেবা প্রদানের অঙ্গীকার করার জন্য স্বাস্থ্যমন্ত্রী মোঃ নাসিমকে ধন্যবাদ জানান তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন আঃ রাজ্জাক, আব্দুল আলিম, চিত্তরঞ্জন সাহা, বাদল সিকদার, উৎপল বণিক, আবদুল করিম, সোহাগ, বিল্লাল হোসেন, রায়হান, সোহেল প্রমুখ। -বিজ্ঞপ্তি
×