ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুন্সীগঞ্জে আধুনিক জেলা টেনিস গ্রাউন্ডের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশিত: ০৭:৫৩, ৪ আগস্ট ২০১৮

মুন্সীগঞ্জে আধুনিক  জেলা টেনিস গ্রাউন্ডের  ভিত্তিপ্রস্তর স্থাপন

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে আধুনিক জেলা টেনিস গ্রাউন্ডের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার বিকেলে টেনিস ক্লাব মাঠে এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ আসাদুল ইসলাম। ১ কোটি ৫৪ লাখ ৯৪ হাজার টাকা ব্যয়ে আধুনিক মুন্সীগঞ্জ জেলা টেনিস কোর্ট নির্মাণ করা হবে। এই অনুষ্ঠানে জেলা প্রশাসক সায়লা ফারজানার সভাপতিত্বে বিশেষ অতিথির ভাষণ দেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব (যুগ্ম সচিব) মোঃ মাসুদ করিম, জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) যুগ্ম সচিব মুহাম্মদ সুক্কুর আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ) উপ সচিব মোহাঃ হারুন-অর-রশিদ, মুন্সীগঞ্জ সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক মেহেরুন্নেছা নাজমা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম হিরু ও প্রবীণ ক্রীড়া সংগঠক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট আর্শেউদ্দিন চৌধুরী প্রমুখ।
×