ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পররাষ্ট্রমন্ত্রী রাখাইন যাবেন ৯ আগস্ট

প্রকাশিত: ০৭:৫০, ৪ আগস্ট ২০১৮

পররাষ্ট্রমন্ত্রী রাখাইন যাবেন ৯ আগস্ট

বিডিনিউজ ॥ বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর আগে রাখাইন রাজ্যের পরিস্থিতি দেখতে ৯ আগস্ট মিয়ানমার সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী। শুক্রবার সিঙ্গাপুরে ২৫তম আসিয়ান আঞ্চলিক ফোরামের অধিবেশন চলাকালে মাহমুদ আলী ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভিকে সিংকে তার সফরের পরিকল্পনার কথা জানান বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে। এর আগে গত মাসে পররাষ্ট্র সচিব মোঃ শহিদুল হক সাংবাদিকদের জানিয়েছিলেন, রোহিঙ্গাদের জন্য আবাসন সুবিধা, চলাফেরা ও জীবনযাত্রাসহ প্রত্যাবাসন প্রক্রিয়ার অগ্রগতি দেখতে শিগগির রাখাইনে যাবেন পররাষ্ট্রমন্ত্রী। মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাখাইনে ‘জাতিগত নিধন’ অভিযানে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও সম্মানজনক প্রত্যাবাসনের বিষয়ে দুই দেশ চুক্তিতে স্বাক্ষর করেছে।
×