ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পুকুরে ডুবে শিশু, বিদ্যুতস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ০৭:১৩, ৪ আগস্ট ২০১৮

 পুকুরে ডুবে শিশু,  বিদ্যুতস্পৃষ্টে   শ্রমিকের  মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ৩ আগস্ট ॥ আদমদীঘিতে পুকুরের পানিতে ডুবে নুশরাত আক্তার নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত নুশরাত উপজেলার দমদমা গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে। অপর দিকে, উপজেলার চাটখৈর গ্রামে বিদ্যুতের তারে জড়িয়ে আতিকুল ইসলাম নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে । জানা গেছে, এদিন সকালে নুশরাতদের বাড়ির পাশে একটি পুকুরে বিষ দেয়া হলে গ্রামের লোকজন ওই পুকুরে মাছ ধরতে নামে। নুশরাতকে পুকুরের পাশে বসে রেখে তার মাও পুকুরে মাছ ধরতে নামেন। পরে কোন এক সময় সকলের অজান্তে নুশরাত পাশের অন্য পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। প্রায় ঘণ্টা খানেক পর অপর এক মহিলা নুশরাতের মরদেহ পুকুরের পানিতে ভাসতে দেখে। শিশু নুশরাতকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, শুক্রবার সকাল ১০টার দিকে আতিকুলসহ কয়েক নির্মাণ শ্রমিক একই উপজেলার চাটখৈর গ্রামে রফিকুল ইসলামের নির্মাণাধীন বাড়িতে কাজ করছিলেন। কাজের এক পর্যায়ে ওই বাড়ির ছাদের পাশ দিয়ে থাকা পল্লী বিদ্যুতের তারের সঙ্গে আতিকুলের হাত স্পর্শ করে। এতে সে বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে এবং ছাদ থেকে নিচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আতিকুলকে মৃত ঘোষণা করেন । নিহত শ্রমিক আতিকুল ইসলাম একই উপজেলার নিমকুড়ি গ্রামের আইউব আলীর ছেলে।
×