ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১৫ জেলে উদ্ধার

প্রকাশিত: ০৭:১৩, ৪ আগস্ট ২০১৮

 সাগরে ইঞ্জিন বিকল  ট্রলারসহ ১৫ জেলে উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ৩ আগস্ট ॥ গভীর বঙ্গোপসাগরে চার দিন ধরে ইঞ্জিন বিকল হওয়া একটি মাছ ধরা ট্রলারসহ ১৫ জেলেকে উদ্ধার করেছে তালতলী কোস্ট গার্ড। শুক্রবার তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। জানা গেছে, বাগেরহাট জেলার মোঃ আলমগীর হোসেনের এফবি খান জাহানআলী ট্রলারটি মৎস্য বন্দর আলীপুর থেকে গত সোমবার ১৫ জেলে নিয়ে গভীর বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। পরে গভীর সাগরে ওই ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায়। ইঞ্জিন বিকল হয়ে জেলেরা চার দিন ধরে সাগরে ভাসতে থাকেন। বৃহস্পতিবার রাতে তালতলী কোস্টগার্ড সদস্যরা সাগরে টহল দিতে যায়। এ সময় কোস্টগার্ড সদস্যরা সাগরে ট্রলারটি ভাসতে দেখে তাদের কাছে যায়। তারা সকল ঘটনা জেনে ট্রলারটিসহ জেলেদের উদ্ধার করে তালতলীর ফকিরহাটে নিয়ে আসে। পরে তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও খাবার সরবরাহ করা হয়। উদ্ধারকৃত জেলেরা হলো ট্রলার মালিক আলমগীর হোসেন, মাঝি শাহিন, জেলে জলিম উদ্দিন, মোঃ লালন হাওলাদার, শাহজাহান, শহীদ হাওলাদার, জালাল হাওলাদার, গোলাম মাওলা, শহীদুল ইসলাম, এনায়েত, শহীদুল বাওয়ালী, জাহাঙ্গীর বাওয়ালী ও সোহাব আলী। শুক্রবার জেলেদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে কোস্টগার্ড সদস্যরা।
×