ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে সড়ক সংস্কারের অভাবে ভোগান্তি

প্রকাশিত: ০৭:১২, ৪ আগস্ট ২০১৮

 বাগেরহাটে সড়ক সংস্কারের অভাবে  ভোগান্তি

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ সদর উপজেলার বেমরতা ইউনিয়নের সুলতানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে মুনিগঞ্জ খেয়াঘাট পর্যন্ত তিন কিলোমিটার রাস্তা সংস্কারের অভাবে চরম ভোগান্তির শিকার হচ্ছেন নদী পাড়ের ৬ গ্রামের হাজার মানুষ। যানবাহন চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে এই রাস্তাটি। প্রতিনিয়ত ঘটছে ছোট-খাটো দুর্ঘটনা। এ অবস্থায় দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। স্থানীয়রা জানান, সুলতানপুর, ভাটসালা, বানিয়াগাতি, তালেশ^র, রথখোলা, কো-লাসহ প্রায় ৮/১০ টি গ্রামের বিশ থেকে পঁচিশ হাজার লোকের যাতায়াতের একমাত্র মাধ্যম এ রাস্তাটি। ভ্যান, ইজিবাইক, নছিমন, করিমন যোগে এই রাস্তা দিয়ে প্রতিদিন দুই থেকে আড়াই হাজার চাকরিজীবী, ব্যবসায়ী, স্কুল-কলেজের কোমলমতি ছেলে মেয়েরা যাতায়াত করে। বর্তমানে রাস্তার দুরবস্থার কারণে কোন যানবাহন চলতে পারে না। বর্ষা মৌসুমে একটু বৃষ্টি হলেই এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং নদীতে জোয়ার এলে রাস্তাটি পানির নিচে তলিয়ে যায়। আশ-পাশের ঘরবাড়িতে পানি ওঠে। রাস্তাটি বেশি ঝুঁকিপূর্ণ ও জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার কারণে অনেক পরিবার তাদের ছেলেমেয়েদের স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছেন। বেমরতা ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন টগর বলেন, রাস্তাটি সংস্কারের অভাবে এলাকার লোকজন ভোগান্তির শিকার হচ্ছেন। আশা করছি আগামী শুষ্ক মৌসুমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে সংস্কারের কাজ শুরু করা যাবে।
×