ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পাশেই টার্মিনাল অথচ সড়ক দখল করে বাসস্ট্যান্ড

প্রকাশিত: ০৭:০৪, ৪ আগস্ট ২০১৮

 পাশেই টার্মিনাল অথচ সড়ক দখল করে  বাসস্ট্যান্ড

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৩ আগস্ট ॥ মাত্র তিন শ’ মিটার দূরে রয়েছে দৃষ্টিনন্দন বাস টার্মিনাল। তারপরও কুয়াকাটাগামী মহাসড়কের শেখ কামাল সেতুর সংযোগ সড়কের অর্ধেকটা দখল করে বাস, টেম্পো, মোটরসাইকেল, মাহেন্দ্র স্ট্যান্ড করা হয়েছে। বছরের পর বছর বাসসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের ক্যাডাররা মহাসড়ক দখল করে এমন জনদুর্ভোগ সৃষ্টি করছে। কুয়াকাটায় যাওয়া বরিশাল, পটুয়াখালী থেকে আসা বাস এখানে প্রায় আধাঘণ্টা থামিয়ে রাখা হয়। কোন নিয়ম-কানুন মানা হচ্ছে না। এখানে দাঁড়িয়ে আবার পর্যটকবাহী বাসসহ বিভিন্ন যানবাহন থামিয়ে ফ্রি-স্টাইলে পৌর টোলের নামে চাঁদাবাজি চলছে। পৌরসভা কর্তৃপক্ষসহ প্রশাসনের কেউ এসব বন্ধে ব্যবস্থা নেয়নি। পর্যটকের ভোগান্তির যেন শেষ নেই। সাধারণ যাত্রীও পটুয়াখালীর বাস মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের কাছে জিম্মি। কলাপাড়া পৌরসভা কর্তৃপক্ষ ৪৬ শতক জমিতে দৃষ্টিনন্দন একটি আধুনিক বাস টার্মিনাল করেছে। কিন্তু এরপরও পটুয়াখালীর বাসস্ট্যান্ড রাখা হয়েছে কলাপাড়া পৌরশহরের পুরনো ফেরিঘাটে। কোন শৃঙ্খলা নেই। সব রুটের বাসের সামনে লেখা রয়েছে বরিশাল-কুয়াকাটা। বরিশাল থেকে আসা কুয়াকাটাগামী পর্যটকসহ সাধারণ যাত্রীকে বিভিন্ন রুটের বাসে তুলে পথে পথে নামিয়ে দেয়া হয়। প্রতারণা, হয়রানি আর ভোগান্তির যেন শেষ নেই। আর ড্রাইভিং লাইসেন্সবিহীন চালক তো আছেই। কেউ এসবের প্রতিবাদ করলে শ্রমিক সংগঠনের ক্যাডাররা যাত্রীদের মারধর করে থাকে। দেখার যেন কেউ নেই।
×