ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাঙ্গুনিয়ায় জলাবদ্ধতা

চট্টগ্রাম-কাপ্তাই সড়ক বেহাল ॥ দুর্ভোগ

প্রকাশিত: ০৭:০৩, ৪ আগস্ট ২০১৮

 চট্টগ্রাম-কাপ্তাই  সড়ক বেহাল ॥ দুর্ভোগ

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গুনিয়া, ৩ আগস্ট ॥ অপরিকল্পিত স্থাপনায় চন্দ্রঘোনা এলাকায় চট্টগ্রাম-কাপ্তাই সড়কের খাল ও নালায় স্বাভাবিক পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা দেখা দিয়েছে। বৃষ্টির সময় পানিতে ডুবে যায় চন্দ্রঘোনায় চট্টগ্রাম কাপ্তাই সড়কের বিস্তীর্ণ এলাকা। জলাবদ্ধতা সৃষ্টি হয় সড়কের ওপর। কোথাও কোথাও হাঁটু পানির স্রোত সড়কের ওপর গড়িয়ে যায়। এতে ব্যাপক ক্ষতি হয় সড়ক। বর্তমানে বর্ষায় সড়কে যাতায়াত ব্যবস্থা মারাত্মক হয়ে উঠেছে। বৃষ্টিপাত হলেই সড়কের ওপর জলাবদ্ধতার সৃষ্টি হয়। বর্তমানে যানবাহন চলাচলে দুরবস্থা বৃদ্ধিসহ দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। এলাকাবাসী অভিযোগ করেন, যোগাযোগ ব্যবস্থার অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও চট্টগ্রাম কাপ্তাই সড়কটি অবহেলিত। প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ ব্যবস্থার অভাবে সড়কের পাশে নালা ও খালসহ বিস্তীর্ণ জায়গা নির্বিঘ্নে বেদখল হয়ে গেছে। সড়কে নিত্য চলাচলকারী চন্দ্রঘোনা নবগ্রাম এলাকার মোহাম্মদ ইউসুফ জানান, জবর দখল করে সড়কের খাল এবং নালার ওপর অপরিকল্পিত স্থাপনার কারণে নিষ্কাশনে সৃষ্ট প্রতিবন্ধকতায় স্থানীয় ব্রিকফিল্ড এলাকায় বিশাল জলাশয়ে পরিণত হয়েছে। বৃষ্টি হলে লিচুবাগান এলাকার পানি জমে জলাশয় উপচিয়ে বিস্তীর্ণ এলাকাজুড়ে সড়ক ডুবে যায়। এতে সড়কের ক্ষতি হচ্ছে। স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা বিপজ্জনক হয়ে পড়ে। যানবাহন চলাচলে দুর্ঘটনা নৈমত্তিক বিষয়ে পরিণত হয়েছে। চট্টগ্রাম-কাপ্তাই সড়কের বাসচালক সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস জানান, অবৈধ স্থাপনার বাধায় নালার পানি গড়িয়ে সড়কের ক্ষতি এবং বিশৃঙ্খল গাড়ি ও মালামাল পার্কিংয়ে লিচুবাগান থেকে চট্টগ্রামমুখী প্রায় দুই কিলোমিটার সড়কে যাত্রীবাহী যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। চট্টগ্রাম সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী সম্ভু তালুকদার বলেন, অবৈধভাবে মাটি ভরাটে গড়ে উঠা স্থাপনাগুলো সড়কের পানি নিষ্কাশনে ব্যাঘাত সৃষ্টি করেছে। এতে সড়কের কাপ্তাই অভিমুখী ৩১ ও ৩২ কিলোমিটার এলাকায় পেভমেন্ট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যানবাহন ও পথচারীদের নির্বিঘ্ন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। চিহ্নিত একটি চক্র সড়কের জায়গার ওপর দখলবাজি করে যাচ্ছে। তারা বাধার তোয়াক্কা করে না। রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামাল হোসেন জানান, চট্টগ্রাম-কাপ্তাই সড়কের বিস্তীর্ণ এলাকায় সওজ এর জায়গার ওপর জবর দখলকারীদের উৎপাত চলছে। বিভিন্ন সময় উচ্ছেদের অভিযান চালিয়েছি।
×