ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সহযোগিতা জোরদারে আসিয়ান-ইরান মৈত্রী চুক্তি

প্রকাশিত: ০৬:২৩, ৪ আগস্ট ২০১৮

 সহযোগিতা  জোরদারে আসিয়ান-ইরান মৈত্রী চুক্তি

দক্ষিণ-পূর্ব এশিয়ার ১০টি রাষ্ট্র নিয়ে গঠিত রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্থা আসিয়ান-এর সঙ্গে একটি মৈত্রী চুক্তিতে সই করেছে ইরান। এর ফলে ইরান ও সংস্থার সদস্য রাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়বে। বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ সিঙ্গাপুরে আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে ইরান ও দক্ষিণ এশিয়ার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনে কটি চুক্তিতে সই করেন। খবর ওয়েবসাইটের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৫ সালে ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর স্বাক্ষরিত আন্তর্জাতিক পরমাণু সমঝোতা থেকে তার দেশকে বের করে নেয়ার দুই মাস পর এ চুক্তি সই হলো। ট্রাম্প সে সময় ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনর্বহালেরও ঘোষণা দেন। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, ওয়াশিংটনের হুমকি সত্ত্বেও এশিয়ার দেশগুলো মার্কিন নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে ব্যবসা করতে চাইছে। বৈঠকে আসিয়ানের সদস্যভুক্ত দেশের পাশাপাশি ইরান, রাশিয়া, চীন এবং ভারতসহ এ সংস্থার পর্যবেক্ষণকারী দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ৫১তম অধিবেশনে বিভিন্ন আঞ্চলিক এবং আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
×