ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

‘ভারত ও ব্রাজিলের নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করতে পারে’

প্রকাশিত: ০৬:২২, ৪ আগস্ট ২০১৮

  ‘ভারত ও ব্রাজিলের নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করতে পারে’

রাশিয়া ভারত ও ব্রাজিলের মতো দেশের নির্বাচনে হস্তক্ষেপ করতে তাদের গণমাধ্যমকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে। অক্সফোর্ড ইউনিভার্সিটির সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক এক বিশেষজ্ঞ মার্কিন আইনপ্রণেতাদের সামনে এ অভিযোগ করেছেন। অক্সফোর্ড ইন্টারনেট ইনস্টিটিউট এ্যান্ড ব্যালিয়ল কলেজের ইন্টারনেট স্টাডিজের অধ্যাপক ফিলিপ এন. হাওয়ার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর বিদেশী প্রভাব নিয়ে সিনেট ইন্টিলিজেন্স কমিটির এক শুনানিতে যোগ দিয়ে এ কথা বলেন। তবে তিনি এই অভিযোগের বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করেন নি। টাইমস অব ইন্ডিয়া। হাওয়ার্ড বলেন, যেসব দেশে গণমাধ্যম যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের মতো পেশাদার নয় সে সব দেশের পরিস্থিতি আরও ভয়ানক হয়ে উঠতে পারে। তিনি ব্রাজিল ও ভারতের গণমাধ্যমের মাধ্যমে তাদের নির্বাচনে সম্ভাব্য রুশ হস্তক্ষেপের বিষয়টি উল্লেখ করেন। হাঙ্গেরির গণমাধ্যমের ওপর একই ধরনের হস্তক্ষেপের কিছু উদাহরণ টেনে সিনেটর সুসান কলিন্সের এক প্রশ্নের জবাবে তিনি ভারত ও ব্রাজিলের বিষয়টি উল্লেখ করেন। হাওয়ার্ড বলেন, ‘প্রকৃতপক্ষে পৃথিবীর মধ্যে যুক্তরাষ্ট্রেরই রয়েছে সবচেয়ে পেশাদারী গণমাধ্যম। তাদের উৎসের মূল্য নির্ণয়ে তারা নিশ্চিতভাবে বিজ্ঞ।’ তিনি বলেন, আমি বলব যে, আমাদের গণতান্ত্রিক বন্ধু রাষ্ট্রগুলোর গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিশাল উদ্বেগ বাড়বে। আমি বিশ্বাস করি, রাশিয়ানরা আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে অন্যদিকে নজর দিচ্ছে বিশেষ করে ব্রাজিল ও ভারতের মতো গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর দিকে যাদের আগামী কয়েক বছরে নির্বাচন হওয়ার কথা রয়েছে। তিনি বলেন, যখন আমরা রাশিয়ানদের এ ধরনের কর্মকা- প্রত্যক্ষ করছি তখন ওই সব দেশের গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর প্রয়োজন আরও ভালভাবে শেখা ও উন্নতি করা। এসব দেশের বিষয়ে আইনপ্রণেতাদের পক্ষ থেকে আর কোন প্রশ্ন করা হয়নি।
×