ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সিএনএন-এর অনুষ্ঠানে মিশিগানের সাবেক গবর্নর জেনিফার গ্র্যানহোম

হিলারির পরাজয়ে বড় ভূমিকা রেখেছে রুশ বিজ্ঞাপন

প্রকাশিত: ০৬:২২, ৪ আগস্ট ২০১৮

  হিলারির পরাজয়ে বড় ভূমিকা রেখেছে রুশ বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সাবেক গবর্নর জেনিফার গ্র্যানহোম দাবি করেছেন, হিলারি ক্লিন্টনের পরাজয়ে রুশ বিজ্ঞাপনের ভূমিকা রয়েছে। সিএনএন। গ্র্যানহোম সিএনএন-এর ‘কুয়োমো প্রাইম টাইম’ অনুষ্ঠানে বলেছেন, প্রসিদ্ধ ব্যক্তিদের ছবিসহ রুশ বিজ্ঞাপনগুলোতে তখন বলা হয়েছে, ‘এখানে আপনার ভোট দিন’ এবং বুধবার প্রথমদিকে আসা ভোটাররা ভোট দিয়ে দিয়েছেন। তিনি বলেন, এ বার্তাগুলো মিশিগানে হিলারি ক্লিন্টনের পরাজয়ে ভূমিকা রেখেছে। অনুষ্ঠান আয়োজক ক্রিস কুয়োমো গ্র্যানহোম ও সিএনএনের রাজনৈতিক বিশ্লেষক ডেভিড আর বেনের সঙ্গে মধ্যবর্তী নির্বাচন নিয়ে কথা বলছিলেন। তিনি বলেন, বিষয়টা ভোটারদের উপস্থিতির ওপরই নির্ভরশীল এবং তাতেই মধ্যবর্তী নির্বাচনের দৃঢ়তা পাওয়া যাচ্ছে। এটা সবসময় ক্রিয়াশীল। গ্র্যানহোম জবাবে বলেন, ক্রিস তা খুবই সত্য। কিন্তু, একটা বিষয় স্পষ্ট হওয়া প্রয়োজন এবং তা হচ্ছে, যখন আপনি রুশ হস্তক্ষেপ বিষয়টা দেখবেন ঠিক আজ যেমন আমরা ফেসবুকের মাধ্যমে দেখি ক্ল্যাইয়ার ম্যাককেসকিলের বিরুদ্ধে রুশ হস্তক্ষেপ তখন দেখা যাবেÑ ভোটের গোপনীয়তা প্রকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কিন্তু আরও এক ধরনের ভোট দেখা যাচ্ছে, যেখানে কিছুসংখ্যক রিপাবলিকান মনে করেন, তাদের সাহায্যের জন্য রুশ হস্তক্ষেপ এমন কোন মন্দ বিষয় নয়। তার এ কথায় অসম্মতি প্রকাশ করে আরবেন বলেন, আপনি ডেমোক্র্যাটদের নগণ্য কৃতিত্বের জন্য রুশদের ওপর দোষারোপ করতে পারেন না।
×