ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সম্পর্ক উন্নয়নের প্রতিশ্রুতি চীন ও রাশিয়ার

প্রকাশিত: ০৬:২১, ৪ আগস্ট ২০১৮

 সম্পর্ক উন্নয়নের  প্রতিশ্রুতি চীন ও  রাশিয়ার

চীনের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বৃহস্পতিবার বলেছেন, চীন ও রাশিয়ার মধ্যে সকল কৌশলগত সহযোগিতার কাজ এগিয়ে নিতে তাদের সমন্বিত প্রচেষ্টা চালাতে হবে। সিনহুয়া। আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে সাক্ষাতকালে তিনি একথা বলেন। ওয়াং উল্লেখ করেন, দক্ষিণ আফ্রিকায় বৈঠককালে চীন ও রাশিয়ার নেতারা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নতুন করে ঐকমত্যে পৌঁছেছেন। এর মধ্য দিয়ে চীন ও রাশিয়া পরস্পরের গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার দেশ হতে যাচ্ছে। এ বছর চীন ও রাশিয়ার মধ্যে উচ্চ পর্যায়ে ধারাবাহিক বৈঠক হওয়ার কথা রয়েছে এ কথা উল্লেখ করে লাভরভ বলেন, এসব বৈঠক সফল করতে রাশিয়া চীনের সঙ্গে একত্রে কাজ করার আশা করছে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে চীনের সঙ্গে কৌশলগত সংলাপ ও সহযোগিতা জোরদারে রাশিয়া বদ্ধপরিকর। আন্তর্জাতিক অঙ্গনের অভিন্ন উদ্বেগের বিভিন্ন বিষয় নিয়েও তারা মতামত বিনিময় করেন।
×