ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মিয়ানমারে বন্যায় দেড় লাখ গৃহহীন ॥ বাঁধ ভেঙ্গে পড়ার আশঙ্কা

প্রকাশিত: ০৬:২১, ৪ আগস্ট ২০১৮

  মিয়ানমারে বন্যায় দেড় লাখ গৃহহীন ॥  বাঁধ ভেঙ্গে পড়ার  আশঙ্কা

মিয়ানমারের দক্ষিণ-পূর্বাঞ্চলে নতুন করে শুরু হওয়া টানা বর্ষণে বাঁধ ভেঙ্গে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ওই অঞ্চলে ইতোমধ্যেই বন্যায় প্রায় দেড় লাখ লোক গৃহহীন এবং বেশ কয়েকজন মারা গেছে। চারটি প্রদেশের বিস্তীর্ণ আবাদী জমি কাদা পানিতে তলিয়ে গেছে। উদ্ধারকর্মীরা নৌকায় করে আটকেপড়া গ্রামবাসীদের কাছে খাবার পৌঁছে দেয়ার চেষ্টা করছেন। ওয়েবসাইট। বাগো অঞ্চলের মাদাউক শহর রক্ষা বাঁধ থেকে বন্যার পানি মাত্র কয়েক ইঞ্চি নিচে রয়েছে। যে কোন সময় বাঁধটি ভেঙ্গে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয়দের আশঙ্কা নতুন করে শুরু হওয়া মৌসুমি বৃষ্টিপাত বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। উদ্ধারকারী দলের নেতা হেইং মিন উ বলেন, ‘বন্যায় যদি বাঁধটি টিকে থাকতে না পারে, তবে আরও অনেক গ্রাম ঝুঁকির মুখে পড়বে।’ তবে তিনি এও বলেন, ‘এই মুহূর্তে পানির স্তর নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।’ বাগো, কারেন মোন ও তানিনথারি প্রদেশে লোকজনকে এখনও সরিয়ে নেয়ার নির্দেশ বহাল রয়েছে।
×