ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দুই মন্ত্রীর ওপর মার্কিন নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিচ্ছে তুরস্ক

প্রকাশিত: ০৬:২০, ৪ আগস্ট ২০১৮

 যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিচ্ছে তুরস্ক

তুরস্কের বিচারমন্ত্রী আবদুল হামিদ গুল ও স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সইলুর বিরুদ্ধে মার্কিন সরকারের পক্ষ থেকে নিষেধাজ্ঞা আরোপ করার ঘটনায় ওয়াশিংটনের সঙ্গে আঙ্কারার মারাত্মক কূটনৈতিক টানাপোড়েন দেখা দিয়েছে। দুই মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপের বিরুদ্ধে দ্রুত প্রতিশোধমূলক পদক্ষেপ নেয়ার অঙ্গীকার করেছে তুরস্ক। খবর ওয়েবসাইট। তুরস্কে সন্ত্রাসী তৎপরতায় জড়িত থাকার অভিযোগে এক মার্কিন যাজককে আটকের প্রতিবাদে তুরস্কের দুই মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। বুধবার হোয়াইট হাউসের মুখপাত্র সারা স্যান্ডার্স এ খবর জানিয়ে ওই যাজক আটকের ঘটনাকে ‘অন্যায়’ বলে অভিহিত করেন। স্যান্ডার্স বলেন, যাজক আটকের ঘটনায় তুরস্কের এ দুই মন্ত্রী অগ্রণী ভূমিকা পালন করেছেন। ২০১৬ সালে যাজক অ্যান্ড্রু ব্রানসনকে প্রথম আটক করা হয় এবং গত সপ্তাহে তাকে গৃহবন্দী করা হয়। কিন্তু তাতে দু’ দেশের মধ্যে উত্তেজনা কমার চেয়ে বরং বেড়ে যায় এবং মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট তুরস্ককে নিষেধাজ্ঞার হুমকি দেন। নিষেধাজ্ঞার আওতায় যুক্তরাষ্ট্রে তুরস্কের দুই মন্ত্রীর গচ্ছিত সম্পদ বাজেয়াপ্ত করার পাশাপাশি তাদের সঙ্গে যে কোন আর্থিক ও বাণিজ্যিক লেনদেন করার ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপের কারণে দু’দেশের মধ্যকার সম্পর্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। দু’দেশের মধ্যকার এ অচলাবস্থাকে আধুনিক ইতিহাসে মারাত্মক সঙ্কট বলে মনে করা হচ্ছে।
×