ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হোয়াটসএ্যাপে অদৃশ্য হয়ে থাকবেন যেভাবে

প্রকাশিত: ০৫:৪৫, ৪ আগস্ট ২০১৮

 হোয়াটসএ্যাপে অদৃশ্য হয়ে থাকবেন যেভাবে

আইটি ডটকম ডেস্ক ॥ সোশ্যাল মিডিয়া থেকে সাময়িক রেহাই পেতে অনেকেই অফলাইন হতে চান। কিন্তু হোয়াটসএ্যাপে তো কোন নিস্তার নেই। কিন্তু আছে এক গোপন পন্থা। ‘লগ আউট’র অপশনটিকে একটু অন্যভাবে নিয়ে আসতে চলেছে হোয়াটস্এ্যাপ। সারাক্ষণ নোটিফিকেশন থেকে রেহাই পেতে অপশনটি (লগ-আউট) খুবই কার্যকর। হোয়াটস্এ্যাপের ক্ষেত্রে নির্দিষ্ট কোন অপশন ছিল না আগে। ফলে এ্যাপটিকে বারবার আনইনস্টল করার প্রয়োজন হতো। আর সেই প্রয়োাজনীয়তা থেকেই কর্তৃপক্ষ নিয়ে এলো ‘ইনভিজিবল’ অপশনটি। সেটিংসের মাধ্যমে সম্ভব হবে পরিবর্তনটি। তিনটি পর্যায় হবে সেটিংস্ চেঞ্জ। প্রথমে স্মার্টফোনটি সাইলেন্ট না করে হোয়াটস্এ্যাপ টোনটি সাইলেন্ট করুন। এরপর নোটিফিকেশন বারে ক্লিক করে হোয়াটসএ্যাপ আইকনটিকে ফোনের স্ক্রিনে শর্টকার্ট করুন। সাইলেন্ট কিংটোন সেট করতে রেকর্ড করে নিন একটি সাইলেন্ট রিংটোন। এরপর, সেটিকে সেট করে নিন নিজের ফোনে। এবার ফলো করুন স্টেপগুলি। ওপেন হোয়াটস্এ্যাপ-সেটিংস্-নোটিফিকেশন। ‘সাইলেন্ট রিংটোন’টিকে সিলেক্ট করে নোটিফিকেশন এবং কল রিংটোন হিসেবে সেট করে নিন। আইকনটির শর্টকার্ট স্ক্রিনের ওপর থাকলে ব্যাকগ্রাউন্ডে আসা ম্যাসেজগুলো ইউজারকে আর বিরক্ত করবে না। ম্যাসেজগুলো দেখতে হলে ইউজারকে মেনু থেকে এ্যাপটিকে ওপেন করতে হবে। অনেক সময়ই হোয়াটস্এ্যাপের কারণে অকারণে ফোনের ডেটা নষ্ট হয়। সেটি বন্ধ করতে ফলো করুন স্টেপগুলোকে। জেনারেল সেটিংস্-এ্যাপ-এ্যাপলিস্ট-হোয়াটস্ এ্যাপ-ফোর্স স্টপ। তারপর ডেটার অপশনটিকে নিষক্রিয় করুন।
×