ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নৌমন্ত্রীর নির্দেশে পরিবহন বন্ধ ॥ রিজভী

সরকার বিএনপির সঙ্গে সংলাপে বাধ্য হবে ॥ মওদুদ

প্রকাশিত: ০৫:৩১, ৪ আগস্ট ২০১৮

  সরকার বিএনপির সঙ্গে সংলাপে বাধ্য হবে ॥ মওদুদ

স্টাফ রিপোর্টার ॥ বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় সারাদেশে যে আন্দোলন চলছে এটি বর্তমান সরকারের বিরুদ্ধে দেশের সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, কোটা আন্দোলন নিয়ে সরকারের প্রতারণার কারণে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসকে কোমলমতি শিক্ষার্থীরা এখন আর বিশ্বাস করে না। দেশে বিরাজমান সঙ্কট নিরসনে সরকার বিএনপির সঙ্গে টেলিফোন নয় সংলাপ করতে বাধ্য হবে। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে লেবার পার্টি আয়োজিত ‘খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এদিকে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নৌপরিবহন মন্ত্রীর নির্দেশেই পরিবহন বন্ধ । মওদুদ বলেন, শিক্ষার্থীদের আন্দোলন একটি অংশ মাত্র। ছাত্রদের এক অংশের বিস্ফোরণ সরকার কন্ট্রোল করতে পারছে না। তাহলে সারাদেশের মানুষের ক্ষোভ কীভাবে কন্ট্রোল করবেন? দেশের মানুষ অপেক্ষা করছে কিছু করার জন্য। তাদের মনে ক্ষোভ দেশে গণতন্ত্র নেই, হাজার মানুষকে বিনাবিচারে হত্যা করা হয়েছে। মওদুদ বলেন, লাখ লাখ শিক্ষার্থী আজ মাঠে নেমেছে। তাদের পেছনে কোন রাজনৈতিক শক্তি নেই। প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের নয় দফা বাস্তবায়ন করার নির্দেশ দিয়েছেন। তাদের দাবি বাস্তবায়ন হবে না ভেবে শিক্ষার্থীরা আন্দোলন থামায়নি। শিক্ষার্থীরা এখন গাড়ির কাগজ পরীক্ষা করে। এর মাধ্যমে তারা সরকারকে লজ্জা দিচ্ছে। মওদুদ বলেন, এ সরকার গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের মৌলিক অধিকারে বিশ্বাস করে না। মুখে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার কথা বলে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে। দুর্নীতি আর দুঃশাসনের রোল মডেল হিসেবে দেশকে দাঁড় করেছে। রাজনৈতিক অঙ্গনকে র‌্যাব, পুলিশ এবং বিচার বিভাগ দিয়ে নিয়ন্ত্রণ করা হচ্ছে। মওদুদ বলেন, দেশে সবকিছু দলীয়করণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোতে এই সরকার নিজেদের পছন্দ মতো ভিসি বসিয়েছে। রাষ্ট্র পরিচালনায় এই সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। সরকারকে উদ্দেশ করে মওদুদ বলেন, আরও একটু অপেক্ষা করুন, গণ-বিস্ফোরণ ঘটবে। ২০ দলীয় জোটের নেতাকর্মীদের সঙ্গে জনগণও মাঠে নামবে। লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আয়োজক সংগঠনের মহাসচিব ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দীন আহমেদ প্রমুখ। নৌপরিবহন মন্ত্রীর নির্দেশেই পরিবহন বন্ধ- রিজভী ॥ শিক্ষার্থীরা অপশাসন ও অব্যবস্থাপনা অভূতপূর্ব আন্দোলনে তুলে ধরতে পেরেছে বলে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নৌপরিবহন মন্ত্রীর নির্দেশেই পরিবহন বন্ধ। দেশের সবচেয়ে বড় সমস্যাটি জনগণের সামনে তুলে ধরার জন্য স্কুল-কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানাই। শুক্রবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, কোমলমতি শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলোকে অগ্রাহ্য করার জন্য পরিবহন চলাচল বন্ধ করা হয়েছে। তিনি বলেন, নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত মিরপুরের শিক্ষার্থীদের কর্মসূচীতে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগ হামলা করেছে। এ ঘটনার নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে দোষীদের গ্রেফতার ও ও শাস্তি দাবি করছি। রিজভী বলেন, গাড়ির বৈধ ডকুমেন্টস, ড্রাইভিং লাইসেন্স ও ইন্স্যুরেন্সের মতো অতি সাধারণ বিষয়গুলোও সরকার নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। রাজপথে ট্রাফিক অব্যবস্থা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে যে সততা, নিষ্ঠা ও পরিশ্রম ছাড়া আর কিছু লাগে না তা কোমলমতি শিক্ষার্থীরা মাত্র দু’দিন কাজ করে প্রমাণ করে দিয়েছে। একই সঙ্গে এও দেখিয়ে দিয়েছে সুশাসন ও গণতন্ত্র কায়েম করা গেলে খুব অল্প সময়ের মধ্যে দেশকেও ইতিবাচক পথে পরিচালনা করা যাবে। রিজভী বলেন, সরকার শুধু পরিবহন সেক্টরেই ব্যর্থ নয় দেশের সব সেক্টরেই ব্যর্থ। তাই বিএনপির পক্ষ থেকে সরকারের যে পদত্যাগ দাবি করা হয়েছে তা গণদাবিতে পরিণত হয়েছে। সড়ক দুর্ঘটনায় মানুষের মৃত্যু নিয়ে হাসি-তামাশা ও পরিবহন সেক্টরে অরাজকতা সৃষ্টিকারী নৌপরিবহন মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ নিরাপদ সড়কের গণদাবিকে জনগণ ন্যায্য দাবি বলে মনে করে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডাঃ এজেডএম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম, দলের স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সফু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ। খালেদার মুক্তির দাবিতে মিছিল ॥ কারাবন্দী খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার সকালে ধানম-ি এলাকায় এ বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মিছিলটি শঙ্কর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে ধানম-ি ২৭ নম্বরে গিয়ে শেষ হয়। এ ছাড়া গুলশান, নয়াপল্টন, কাকরাইল ও কল্যাণপুরেও ঝটিকা মিছিল করে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। নিরাপদ সড়ক নিশ্চিতে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির দাবি নোমানের ॥ নিরাপদ সড়ক নিশ্চিতে অবিলম্বে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির দাবি জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। শুক্রবার দুপুরে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘জাতীয় মানবাধিকার পরিষদ’ আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নোমান বলেন, আমরা বলতে চাই, সমস্ত অর্ডিন্যান্স দিয়ে আইন করা হয়, যা পরে সংসদে আইনে পরিণত করা হয়। এখন সরকার ক্যাবিনেটে শিক্ষার্থীদের নয় দফা পাস করবে কেন? সরকার যদি একমত হয়, প্রধানমন্ত্রী যদি মনে করেন, এই নয় দফা মেনে নেবেন। তাহলে এটা তো দুই ঘণ্টার মধ্যে অর্ডিন্যান্স জারি করে আইন প্রয়োগ করতে পারে। কিন্তু সরকারের সেই সদিচ্ছা আছে বলে মনে করি না। আয়োজক সংগঠনের সভাপতি কাজী মনিরুজ্জামানের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাঃ জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ।
×