ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নিরাপদ সড়কের দাবিতে ছাত্র আন্দোলন যৌক্তিক ॥ এরশাদ

প্রকাশিত: ০৫:৩১, ৪ আগস্ট ২০১৮

 নিরাপদ সড়কের দাবিতে ছাত্র আন্দোলন যৌক্তিক ॥ এরশাদ

স্টাফ রিপোর্টার ॥ নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে যৌক্তিক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। একই সঙ্গে তিনি সড়ক পরিবহন আইন আরও কঠোর করে দোষী চালকদের মৃত্যুদন্ড দেয়ার পক্ষে মত দেন। বলেন আন্দোলনকারীরা তো নিজের জন্য কিছু চায়নি। তাদের আন্দোলন সরকার পতনের আন্দোলন নয়। তারা চেয়েছে নিরাপদ সড়ক। শুক্রবার বাসচাপায় নিহত দিয়া খানমের পরিবারকে সান্ত¡না জানাতে মহাখালীর বাড়িতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন রাষ্ট্রপতি থাকতে আমি মৃত্যুদ-ের আইন করেছিলাম। কিন্তু আন্দোলনের কারণে আইনটি পরে বাতিল করে যাবজ্জীবন কারাদন্ড করা হয়েছে। যারা সড়কে বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে মানুষ মারবে, তাদের মৃত্যুদ-ই হওয়া উচিত। আমার ছেলে যদি আজকে গাড়িতে করে স্কুলে যেত, সর্বক্ষণ আমি চিন্তায় থাকতাম, ছেলে বাসায় ফিরবে কিনা। মৃত্যু দেখলে তো আমি আত্মহত্যা করতাম। মৃত ছেলের মুখ দেখতে চাই না আমি। সড়কে মৃত্যুর ঘটনায় নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের নানা মন্তব্যের সমালোচনা করে বলেন, শাজাহান খানের হাসি দেখে দুঃখ পেয়েছি। একটা ছেলে মারা গেছে, একটা মেয়ে মারা গেছে। তিনি হাসিমুখে ঘটনাকে তুলনা করছেন ভারতের দুর্ঘটনার সঙ্গে। এই যদি তার প্রতিক্রিয়া, কী বলার আছে। সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ২০ লাখ টাকা করে দেয়ার বিষয় উল্লেখ করে বলেন, ২০ লাখ টাকা কোন টাকাই নয়। ইচ্ছা করলে বেশি দিতে পারতেন প্রধানমন্ত্রী। তবুও তিনি সহানুভূতি দেখিয়েছেন, তার প্রতিও কৃতজ্ঞতা।
×