ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে জামায়াত নেতা শাহজাহান চৌধুরী গ্রেফতার

প্রকাশিত: ০৫:৩১, ৪ আগস্ট ২০১৮

 চট্টগ্রামে জামায়াত নেতা শাহজাহান চৌধুরী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ও চট্টগ্রামের সাতকানিয়া থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীসহ ৬ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাত ১টার দিকে সিএমপির খুলশী থানার মুরগির ফার্ম এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। সিএমপির গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে নাশকতা, পুলিশের ওপর হামলা এবং ষড়যন্ত্রসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। পুলিশ তাকে গ্রেফতারের জন্য খুঁজছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। চট্টগ্রাম নগর পুলিশের উত্তর ও বন্দর জোন যৌথভাবে এ অভিযান চালায়। পুলিশ জানায়, অভিযানে শাহজাহান চৌধুরী ছাড়া অন্য যে ৫ জনকে আটক করা হয়েছে তাদের পরিচয় এবং মামলা সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ ও যাচাই বাছাই করে দেখা হচ্ছে। এ বিষয়ে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। উল্লেখ্য, জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নেতা শাহজাহান চৌধুরী ২০০১ সালের নির্বাচনে সাতকানিয়া-লোহাগাড়া আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ওই এলাকাকে জামায়াতের প্রভাবাধীন হিসেবে বিবেচনা করা হয়। বিভিন্ন সময়ের সরকারবিরোধী আন্দোলনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া অংশে ব্যাপক তান্ডব চলেছে। ওই এলাকা ছাড়াও চট্টগ্রাম মহানগরীতে জামায়াত শিবিরের সহিংস তৎপরতার নেপথ্যে এই শাহজাহান চৌধুরীর ভূমিকা রয়েছে বলে তথ্য আছে পুলিশের কাছে। সে কারণে তার বিরুদ্ধে মামলাও রয়েছে।
×