ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গোলাম সারওয়ারকে সিঙ্গাপুরে নেয়া হয়েছে

প্রকাশিত: ০৫:২৮, ৪ আগস্ট ২০১৮

 গোলাম সারওয়ারকে সিঙ্গাপুরে নেয়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ অসুস্থ সমকাল সম্পাদক ও প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) চেয়ারম্যান গোলাম সারওয়ারকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়া হয়েছে। তাকে বহনকারী এয়ার এ্যাম্বুলেন্সটি শুক্রবার মধ্যরাতে ঢাকা থেকে এয়ার এ্যাম্বুলেন্স করে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করে। আজ শনিবার সকালে এয়ার এ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুর পৌঁছানোর কথা রয়েছে। তাকে সেখানকার জেনারেল হাসপাতালে ভর্তি করা হবে। তিনি হ‍ৃদরোগের পাশাপাশি নিউমোনিয়া ও ফুসফুসের জটিলতায় ভুগছেন। গোলাম সারওয়ারের চিকিৎসার বিষয়টি সরাসরি তত্ত্বাবধান করছেন সমকালের প্রকাশক এ. কে. আজাদ। পরিবার এবং সমকালের পক্ষ থেকে শুভানুধ্যায়ী ও দেশবাসীর কাছে সম্পাদক আশু রোগমুক্তির জন্য দোয়া চাওয়া হয়েছে। এর আগে অসুস্থতা অনুভব করার পর গত রবিবার মধ্যরাতে তাকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। দেশবরেণ্য সাংবাদিক, সম্পাদক পরিষদের সভাপতি গোলাম সারওয়ারের চিকিৎসায় ল্যাবএইড কর্তৃপক্ষ গত সোমবার হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডাঃ সোহরাবুজ্জামানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করে। বোর্ডের অন্য সদস্যরা হলেনÑ কার্ডিওলজিস্ট ডাঃ বরেন চক্রবর্তী, এ্যান্ডোত্রক্রাইনোলজিস্ট ডাঃ খাজা নাজিমুদ্দিন, নেফেদ্ধালজিস্ট ডাঃ রফিকুল আলম ও রেসপিরেটরি মেডিসিনের ডাঃ সাইদুল ইসলাম। ডাঃ সোহরাবুজ্জামান জনকণ্ঠকে বলেন, গোলাম সারওয়ার হার্ট এ্যাটাক নিয়ে হাসপাতালে ভর্তি হন। তার ফুসফুসে পানি জমেছে এবং নিউমোনিয়া সংক্রমণ আছে। হার্টের পাশাপাশি তিনি কিডনি, ফুসফুসসহ নানা শারীরিক সমস্যায় আক্রান্ত। এ কারণে দ্রুত নিউমোনিয়া সংক্রমণ নিয়ন্ত্রণে উচ্চমাত্রার এ্যান্টিবায়োটিক প্রয়োগ করা যাচ্ছে না। একই কারণে তার ফুসফুসে জমে থাকা পানি অপসারণ সম্ভব হচ্ছে না। শুক্রবার আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পানি সম্পদমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, পিআইবি’র মহাপরিচালক শাহ আলমগীর, বেলা’র প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানসহ আরও অনেকে সমকাল সম্পাদক গোলাম সারওয়ারকে দেখতে হাসপাতালে যান। এর আগে গত বৃহস্পতিবার রাতে রাষ্ট্রপতি আবদুল হামিদ সমকাল সম্পাদককে দেখতে হাসপাতালে যান। রাষ্ট্রপতি তার দ্রুত আরোগ্য কামনা করেন।
×