ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রংপুরে অস্ত্রসহ তিন জেএমবি সদস্য গ্রেফতার

প্রকাশিত: ০৫:২৪, ৪ আগস্ট ২০১৮

 রংপুরে অস্ত্রসহ  তিন জেএমবি  সদস্য  গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ৩ আগস্ট ॥ রংপুর র‌্যাব-১৩ অভিযান চালিয়ে বিপুলসংখ্যক অস্ত্রসহ ৩ জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে। শুক্রবার বিকেলে র‌্যাব ১৩ সদর দফতর রংপুর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র‌্যাব-১৩ এর কমান্ডার মোজাম্মেল হক। বৃহস্পতিবার রাতে লালমনিরহাট জেলার পাটগ্রাম পৌর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। র‌্যাব জানায়, পাটগ্রাম পৌর এলাকার পোস্ট অফিস পাড়ায় এমএম প্লাজা মার্কেটের ডায়না ফ্যাশন টেইলার্সে ওই জেএমবি সদস্যরা আত্মগোপন করে ছিল। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পাটগ্রামের টেমপুরগাড়ি এলাকার মৃত আজিজার রহমানের পুত্র ফজলে রাব্বী ওরফে রাব্বী, একই এলাকার খাদেম সাহেব আলীর পুত্র শাহীন ইসলাম ও কালিগঞ্জ উপজেলার দক্ষিণ মসচান্দারী এলাকার মৃত জাহাঙ্গীর হোসেনের পুত্র হাসান মাসুদকে গ্রেফতার করে র‌্যাবের একটি দল। এ সময় তাদের কাছ থেকে ২টি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন, একটি দেশী ওয়ান স্যুটারগান, এক রাউন্ড গুলি, বিপুলসংখ্যক ধর্মীয় উন্মাদনা ছড়ায় এমন বই ও ইলেক্টনিক্স ডিভাইডার উদ্ধার করা হয়। র‌্যাব-১৩ কমান্ডার মোজাম্মেল হক সংবাদ সম্মেলনে জানান, গ্রেফতারকৃতরা বেশ ক’বছর থেকে জেএমবির সদস্য হিসেবে নাশকতা করে অসছিল। গ্রেফতারের আগে তারা নাশকতার পরিকল্পনা করছিল। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জেএমবি’র সঙ্গে সংশ্লিাষ্টতার বিষয়টি স্বীকার করেছে। তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পাটগ্রাম থানায় সন্ত্রাস দমন ও অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
×