ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গোলাম সারওয়ারকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

প্রকাশিত: ০৮:১১, ৩ আগস্ট ২০১৮

গোলাম সারওয়ারকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বৃহস্পতিবার সন্ধ্যায় ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ারকে দেখতে যান। খবর বাসসর। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বলেন, ‘রাষ্ট্রপতি রাত সাড়ে ৯টায় হাসপাতালে যান এবং অসুস্থ সাংবাদিক গোলাম সারওয়ারের শয্যা পাশে ১৫ মিনিট অবস্থান করেন।’ গোলাম সারওয়ার গত ৩০ জুলাই থেকে ফুসফুসের ইনফেকশন ও হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালের ক্রিটিক্যাল করোনারি ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। আবদুল হামিদ উপস্থিত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং অসুস্থ সম্পাদকের আশু আরোগ্য কামনা করেন। রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ এবং গোলাম সারওয়ারের পরিবারের সদস্যরা হাসপাতালে উপস্থিত ছিলেন। তার ছেলে রঞ্জু জানান, ৭৫ বছর বয়সী লেখক, সাংবাদিক ও কলামিস্ট গোলাম সারওয়ারকে উন্নত চিকিৎসার জন্য আগামীকাল সিঙ্গাপুর নেয়া হবে। রাষ্ট্রপতির সঙ্গে স্যার ফজলে হাসান আবেদের সাক্ষাত ॥ বাসস অপর এক খবরে জানায়, রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে বৃহস্পতিবার বিকেলে বঙ্গভবনে ব্র্যাক এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন স্যার ফজলে হাসান আবেদ সাক্ষাত করেছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, বৈঠকে স্যার আবেদ রাষ্ট্রপতিকে ব্র্যাক এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। ব্র্যাক দেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে উল্লেখ করে স্যার আবেদ রাষ্ট্রপতিকে অবহিত করেন যে, ব্র্যাক সমন্বিত উপায়ে দেশের হাওড় অঞ্চলে উন্নয়নের জন্য কাজ করছে এবং বিভিন্ন গবেষণা কার্যক্রম পরিচালনা করছে। ব্র্যাকের ভূমিকার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশের দরিদ্র ও অসহায় মানুষের স্বাস্থ্য সেবায় বিশেষ ব্যবস্থা গ্রহণের জন্য এবং হাওড় অঞ্চলে চক্ষু চিকিৎসা শিবির স্থাপনের জন্য ব্র্যাক কর্তৃপক্ষকে পরামর্শ দেন। আবদুল হামিদ বিভিন্ন প্রেরণামূলক কার্যক্রমের মাধ্যমে পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্যও ব্র্যাক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। এ সময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।
×