ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দেশে আরও ডেনিশ বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৮:০৬, ৩ আগস্ট ২০১৮

দেশে আরও ডেনিশ  বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ এবং ডেনমার্কের মধ্যে বিদ্যমান সম্পর্কে গভীর সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আরও ডেনিশ বিনিয়োগ প্রত্যাশা করেছেন। দেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ডেনিশ ইন্ডাস্ট্রি স্থাপনের জন্য জমি বরাদ্দের ও প্রস্তাব করেন প্রধানমন্ত্রী। বিদায়ী ডেনিশ রাষ্ট্রদূত মিকায়েল হেমনিতি উইনথার্ন বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করতে গেলে শেখ হাসিনা এ কথা বলেন। খবর বাসস’র। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম পরে সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, ডেনিশ রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকালে বিভিন্ন ক্ষেত্রে দুদেশের সম্পর্ক শক্তিশালীকরণে ভূমিকা পালনের জন্য প্রধানমন্ত্রী তাকে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক আর্থ-সামাজিক উন্নয়নের উল্লেখযোগ্য অংশ তুলে ধরে বলেন, প্রযুক্তির সফল ব্যবহারই মানুষের উচ্চতর প্রবৃদ্ধি অর্জনে সহায়ক হয়েছে। প্রধানমন্ত্রী এ সময় রোহিঙ্গা সমস্যার সমাধানের লক্ষ্যে সাহায্য ও সহযোগিতার জন্য বন্ধু প্রতিম এই দেশটিকে ধন্যবাদ জানান। দুদেশের মধ্যে বিদ্যমান সম্পর্কে ডেনিশ রাষ্ট্রদূত সন্তোষ প্রকাশ করে বলেন, এই সম্পর্ক এখন এক নতুন উচ্চতায় পৌঁছেছে। তিনি প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করে বলেন, আন্তর্জাতিক পরিমন্ডলেও বাংলাদেশের ভাবমূর্তি এখন উজ্জ্বল হয়েছে।
×