ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চাকরি দেয়ার প্রলোভনে প্রতারণা ॥ গ্রেফতার ১৬

প্রকাশিত: ০৮:০৪, ৩ আগস্ট ২০১৮

চাকরি দেয়ার প্রলোভনে প্রতারণা ॥ গ্রেফতার ১৬

স্টাফ রিপোর্টার ॥ চাকরি দেয়ার প্রলোভনে ফেলে নিরীহ লোকদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়া ১৬ প্রতারককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃতরা উইনেক্স ট্রেড কর্পোরেশন লিমিটেড নামের একটি অফিস খুলে প্রতারণা করে আসছিল। বৃহস্পতিবার ডিবি পুলিশের সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট বারিধারা থেকে তাদের গ্রেফতার করে। তিন বছরে প্রতিষ্ঠানটি কয়েক হাজার যুবকের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে আরিফুল ইসলাম ওরফে জুয়েল (৩০), বাবু প্রামাণিক (৩০), জগবন্ধু মন্ডল (৫৫), মোহাম্মদ আলী (২২), জাহাঙ্গীর আলম (৩৩), মাহফুজুর রহমান (২৯), তুহিন আলী (২১), জামাল উদ্দিন বিশ্বাস (৪৬), হিমেল আলী ম-ল (২১), মাজেদুর ইসলাম আকন্দ (২৩), আশিকুর রহমান প্রামাণিক (২৫), মাসুদ রানা (২২), উজ্জল হোসেন (২৪), নুর আলম সিদ্দিকী (২৪), আহসান হাবিব (১৮) ও রবিউল ইসলাম (২০)। তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার নানা আলামত জব্দ হয়েছে।
×