ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নতুন গবেষণা

প্রকাশিত: ০৭:৪৬, ৩ আগস্ট ২০১৮

নতুন গবেষণা

উড়ুক্কু মোটরসাইকেল যাত্রী নিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৭০ কিলোমিটার গতিতে উড়তে পারে উড়ুক্কু এ মোটরসাইকেল। একটানা ৩০ মিনিট উড়ে নির্দিষ্ট গন্তব্যে যেতে পারে আটটি প্রপেলার ও শক্তিশালী মোটরে তৈরি বাহনটি। প্রায় দুই বছরের চেষ্টার পর নিজের জন্য বাহনটি তৈরি করেছেন চীনের ঝাও দেলি। শখের উড়ুক্কু মোটরসাইকেল নিয়ে সফলভাবে পথও পাড়ি দিয়েছেন তিনি। সূত্র : বিবিসি নারী-পুরুষের মস্তিষ্কে পার্থক্য! পুরুষ ও নারীর মধ্যে পার্থক্য নিয়ে তর্ক-বিতর্কের শেষ নেই। ভাবনাচিন্তা, আচার-আচরণ থেকে শুরু করে অনেক ক্ষেত্রেই এমন পার্থক্যের দৃষ্টান্ত তুলে ধরা হয়। বৈজ্ঞানিকরা মস্তিষ্ক বিশ্লেষণ করে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন। জার্মানির ইয়ুলিশ শহরে হেল্মহলৎস গবেষণা কেন্দ্রে ড. সুসানে ভাইস-সহ বিজ্ঞানীদের এক দল মস্তিষ্কের কাঠামো খতিয়ে দেখছেন। এভাবে তারা স্নায়ুর গতিপথ ও অন্যান্য কাঠামো তুলে ধরতে চান। পুরুষ ও নারীর মস্তিষ্কের মধ্যে একটি পার্থক্য অত্যন্ত স্পষ্ট। ড. ভাইস বলেন, পুরুষদের মস্তিষ্ক নারীদের তুলনায় বড় হলেও সেটি আরও দ্রুত বা উন্নতভাবে চলে, এমন কোন প্রমাণ নেই। উড়ুক্কু গাড়িতে নেভিগেশন সিস্টেম রাস্তায় চলার পাশাপাশি আকাশে উড়তে সক্ষম উড়ুক্কু গাড়ি তৈরি করছে অনেক প্রতিষ্ঠান। এরই মধ্যে কিছু প্রতিষ্ঠান নিজেদের গাড়িগুলোর পরীক্ষামূলক সংস্করণ প্রদর্শনও করেছে। দ্রুত গন্তব্যে পৌঁছতে অনেক শৌখিন ব্যক্তিই এসব গাড়ি কেনার জন্য অপেক্ষায় দিন গুনছে। কিন্তু নতুন প্রযুক্তির এসব গাড়ি চালানোর পদ্ধতি গতানুগতিক গাড়ির চেয়ে ভিন্ন। পথের নির্দেশনা না মেলায় চলতে হবে জিপিএস বা নেভিগেশন সিস্টেম ব্যবহার করে। রাস্তা থেকে ওপরে ওঠা বা নামানোও সহজ কাজ নয়। তাই এবার উড়ুক্কু গাড়ি চালানোর প্রশিক্ষণ দিতে ড্রাইভিং স্কুল চালু করছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান কিটি হক। গুগলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি পেইজের মালিকানাধীন প্রতিষ্ঠানটিতে শুরুতে কম্পিউটার গেইমের মাধ্যমে চালকদের প্রশিক্ষণ দেয়া হবে। পরে নিজেদের তৈরি কিটি হক ফ্লাইয়ার নামের উড়ুক্কু গাড়ি হাতে-কলমে চালানোর সুযোগ দেবে তারা।
×