ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কবিতা

প্রকাশিত: ০৭:৪২, ৩ আগস্ট ২০১৮

কবিতা

ফিরিয়ে দিয়েছ জল শাহীন রেজা ফিরিয়ে দিয়েছ জল তবু পিছুপিছু নদী যদি জলজস্পর্শ ঘটে; যদি প্রাণের অনলে বাজে ধূপছায়া বাঁশি রাতের অধরে সুখ জোনাকের হাসি শ্রাবণকিশোরী নাচে ময়ূরীর তাল বর্ষা বৃষ্টিতে কাঁপে ধীবরের জাল ফসলমালতি ঠোঁটে কৃষাণীর ভাষা কোজাগরী রাত আঁকে চাঁদোয়ার আশা ফিরাতে ফিরাতে দিন রাত্রির কাছে তবু নীল লেখা হয় মাধবীর গাছে। ফিরিয়ে দিয়েছ জল শাহীন রেজা ফিরিয়ে দিয়েছ জল তবু পিছুপিছু নদী যদি জলজস্পর্শ ঘটে; যদি প্রাণের অনলে বাজে ধূপছায়া বাঁশি রাতের অধরে সুখ জোনাকের হাসি শ্রাবণকিশোরী নাচে ময়ূরীর তাল বর্ষা বৃষ্টিতে কাঁপে ধীবরের জাল ফসলমালতি ঠোঁটে কৃষাণীর ভাষা কোজাগরী রাত আঁকে চাঁদোয়ার আশা ফিরাতে ফিরাতে দিন রাত্রির কাছে তবু নীল লেখা হয় মাধবীর গাছে। ** বেলুন-পাহাড় মাসুদ অর্ণব সব সম্পর্কই আবেগের রঙে রঙিন এক অদৃশ্য সাঁকো; বন্ধুত্বের বেলুন-পাহাড় মাথায় নিয়ে কেউ কেউ ফোটাতে চায় কাগজের লালগোলাপ। আবেগের ঢেউয়ে ঢেউয়ে আলাপ চলে জলের শব্দে; বেসামাল ¯্রােতে নাব্যতা হারিয়ে সম্পর্কের নদীতে দ্রুত জাগে ডুবুচর।
×