ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শপথ অনুষ্ঠানে গাভাস্কার-কপিলকে নিমন্ত্রণ ইমরানের

প্রকাশিত: ০৭:১৬, ৩ আগস্ট ২০১৮

শপথ অনুষ্ঠানে গাভাস্কার-কপিলকে নিমন্ত্রণ ইমরানের

স্পোর্টস রিপোর্টার ॥ কিংবদন্তি ক্রিকেটার ইমরান খান এখন পাকিস্তানের নির্বাচিত প্রধানমন্ত্রী। তবে আনুষ্ঠানিকভাবে এখনও সে পদে আসীন হননি তিনি। আগামী ১১ আগস্ট শপথ অনুষ্ঠানের মাধ্যমে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে যাত্রা শুরু করবেন সাবেক এই পেস অলরাউন্ডার। জানানো হয়েছিল দক্ষিণ এশিয়ার দেশসমূহের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন তার শপথ অনুষ্ঠানে, এমনকি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে বলে জানা গিয়েছিল। কিন্তু ইমরান খানের শপথ অনুষ্ঠানে বিদেশী নেতাদের আমন্ত্রণ করা হবে না বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র দফতর। শুধুমাত্র তার ঘনিষ্ঠজন ও জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দদের উপস্থিতিতে অনাড়ম্বরভাবেই শপথ নেবেন ইমরান। সেই ঘনিষ্ঠজনের মধ্যে আছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার, কপিল দেব ছাড়াও নবজোত সিং সিধু এবং বলিউড সুপারস্টার আমির খান। তবে বৃহস্পতিবার পররাষ্ট্র দফতরের সঙ্গে এক আলোচনায় প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে নরেন্দ্র মোদিসহ সার্কভুক্ত দেশের সরকার প্রধানদের আনার অনুমতি চেয়েছে পিটিআইর নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। খেলাধুলার মূল শিক্ষা যে ভ্রাতৃত্ব, তা হয়ত আবারও প্রমাণ করতে চাইবেন পাকিস্তানের হবু প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) বুধবার প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ পাঠানোর অনুমতির জন্য অপেক্ষা করছে। শুধু তাই নয়, এরই মধ্যে কয়েকজন ভারতীয় ক্রিকেটার এবং বলিউড সুপারস্টারের কাছে ইমরান খানের শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ পাঠানো হয়েছে। এবার পিটিআইর নেতৃত্বে কোয়ালিশন সরকার গঠন করছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, আমন্ত্রিত অতিথিদের তালিকায় ইমরান খানের সমসাময়িক কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার কপিল দেব ও সুনীল গাভাস্কার রয়েছেন। এ ছাড়া নবজোত সিং সিধু এবং ব্লকবাস্টার সিনেমা ‘লগন’-এর নায়ক আমির খানও আছেন এ তালিকায়।
×