ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এজবাস্টনে বিপর্যস্ত ভারতীয় ব্যাটিং

প্রকাশিত: ০৭:১৫, ৩ আগস্ট ২০১৮

এজবাস্টনে বিপর্যস্ত ভারতীয় ব্যাটিং

স্পোর্টস রিপোর্টার ॥ বৃহস্পতিবার মাত্র ১০ বল টিকেছে ইংল্যান্ডের শেষ উইকেট। এজবাস্টনে ২৮৭ রানেই গুটিয়ে যায় স্বাগতিক ইংল্যান্ডের প্রথম ইনিংস। কিন্তু এত কম রানে ইংলিশদের থামিয়ে দিতে পারলেও বৃহস্পতিবার দ্বিতীয় দিনে স্বস্তিতে নেই সফরকারী ভারত। দলীয় ১০০ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়া বিরাট কোহলিরা এ রিপোর্ট লেখা পর্যন্ত ৫ উইকেটে তুলেছে ১৪৬ রান। এখনও তারা পিছিয়ে আছে ১৪১ রানে। কোহলি ৪৬ ও হার্দিক পান্ডিয়া ২১ রান নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন। প্রথম দিন বেশ অস্বস্তি নিয়েই শেষ করেছিল স্বাগতিক ইংল্যান্ড। অধিনায়ক জো রুট ও জনি বেয়ারস্টোর জোড়া অর্ধশতকে দারুণ অবস্থানেই ছিল তারা। কিন্তু এ দু’জনের বিদায়ের পরই ধস নেমেছিল। দিন শেষে ৯ উইকেটে ২৮৫ রান নিয়ে মাঠ ছাড়ে ইংলিশরা। কিন্তু দ্বিতীয় দিন সকালে মাত্র ১০ বল হতেই স্যাম কুরানকে সাজঘরে পাঠিয়ে দেন পেসার মোহাম্মদ শামি। ২৮৭ রানে ইংল্যান্ডকে গুটিয়ে বেশ ফুরফুরে মেজাজেই জবাব দিতে নামে ভারতীয় দল। উদ্বোধনী জুটিতে ৫০ রান তুলে ভাল একটি ভিতও গড়ে দিয়েছিলেন মুরালি বিজয় ও শিখর ধাওয়ান। তবে তাদের জুটিতে চিড় ধরান পেসার স্যাম কুরান। তিনি ২০ রান করা বিজয়কে সাজঘরে ফেরত পাঠান এলবিডব্লিউ’র ফাঁদে ফেলে। এরপরই ভারতীয় ব্যাটিং লাইনআপে ধ্বংসের শুরু হয়ে যায়। বিজয়কে ১৪তম ওভারের চতুর্থ বলে আউট করেছিলেন, একই ওভারের ষষ্ঠ বলে বাউন্ডারি হাঁকিয়ে শুরু করা লোকেশ রাহুলকেও বোল্ড করে দ্বিতীয় সাফল্য পান তিনি। ফিরতি ওভারে এসে কুরান তুলে নেন ২৬ রান করা ধাওয়ানকে। বিপদ শুরু হয় ভারতীয় ব্যাটিংয়ে। তবে অধিনায়ক কোহলির সঙ্গে বেশ ভাল একটা জুটি গড়ার সম্ভাবনা তৈরি করেন আজিঙ্কা রাহানে। ৪১ রানের চতুর্থ উইকেট জুটিটি ভেঙ্গে ফেলেন বেন স্টোকস। এ পেস অলরাউন্ডার নিজের পরের ওভারেই শিকার করেন উইকেটরক্ষক দিনেশ কার্তিককে। ফলে দলীয় ১০০ রানেই ৫ স্বীকৃত ব্যাটসম্যানকে হারিয়ে বিপাকে পড়ে যায় ভারতীয় দল। একপ্রান্তে ধস নামলেও কোহলি শুরু থেকেই বেশ স্বাচ্ছন্দ্যে ব্যাট চালিয়েছেন। বেশ সতর্ক ভারতীয় অধিনায়ক একটা প্রান্ত ভালভাবেই ধরে রাখেন। ষষ্ঠ উইকেটে তার সঙ্গে যোগ দেন হার্দিক পান্ডিয়া। দু’জন মিলে উইকেটে থিতু হওয়ার চেষ্টা করে যাচ্ছেন ইংলিশ পেসারদের দাপটের মুখে। ৪৩ রানের জুটিও গড়ে ফেলেন দু’জন। কোহলি অর্ধশতকের কাছাকাছি পৌঁছে গেছেন। তিনি ৯৪ বলে ৮ চারে ৪৬ রান নিয়ে ব্যাট করছেন। হার্দিক দারুণ ধৈর্য দেখিয়ে ব্যাট চালিয়ে ৪৯ বলে ২১ রান নিয়ে অধিনায়ককে সঙ্গ দিয়ে যাচ্ছেন।
×